সুচরিতা সেন চৌধরী: ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে প্রায় পুরো কলকাতা নাইট রাইডার্স টিম। শুধু যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন যেমন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্থী, এখনও যোগ দেননি। দ্রুতই তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে বৃহস্পতিবার আইপিএল ২০২৫ মরসুমের প্রথম সাংবাদিক সম্মেলনটি সেরে ফেলল টিম নাইট রাইডার্স। এদিন ইডেন গার্ডেন্সের কনফারেন্স রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডোয়েন ব্র্যাভো, অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সহঅধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। সকলেই আশাবাদী গত মরসুমের সাফল্য এই মরসুমেও তাঁরা ধরে রাখতে পারবেন।
আইপিএল-এর মেগা নিলামে কেকেআর ছেড়ে দিয়েছিল দলের ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। আবার দলে নেওয়া হয়েছিল অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানেকে। তখনই বোঝা গিয়েছিল, দলের অধিনায়কত্ব উঠতে চলেছে তাঁরই হাতে। তবে সংশয় তৈরি হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে বিপুল টাকায় কিনে নেওয়ার পর। যা চমকে দিয়েছিল সবাইকে। তবে শেষ পর্যন্ত অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করে ডেপুটি করা হয়েছে ভেঙ্কটেশকে। তাতে খুশি সব পক্ষই। তবে অতীত আর ভেঙ্কটেশের মূল্য নিয়ে বার বার প্রসঙ্গ টেনে আনাটা মোটেও পছন্দ করছেন না দলের হেড কোচ।
তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘আমরা যদি এই মরসুমের কথা বলি তাহলে ভাল হয়। যা হয়ে গিয়েছে অতীত। আমরা এবার কী করতে পারি সেটা নিয়ে কথা বলি।’’ এর সঙ্গে তিনি ভেঙ্গটেশ আইয়ারের মূল্য প্রসঙ্গে প্রশ্নও যে পছন্দ করছেন না সেটাও জানিয়ে দিলেন। এঅ একই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অধিনায়ক রাহানেও। তিনি বলেন, ‘‘আমি মনে করি ভেঙ্কটেশ যেটা মূল্যটা নিলামে পেয়েছে সেটা ওর প্রাপ্য, তাই ও পেয়েছে। ও সেটা প্রমাণ করেছে বলেই পেয়েছে। এটা নিয়ে কোনও সংশয় নেই।’’
তবে ভেঙ্কটেশ আইয়ার মেনে নিয়েছেন, এই টাকা প্রসঙ্গ চাইলেও মাথা থেকে বের করে দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘‘এটা সত্যি, চাইলেই বিষয়টা মাথা থেকে বের করে দেওয়া যাবে না। এটা থাকবে। তবে যখন মাঠে নেমে খেলব তখন এটার কোনও গুরুত্বই থাকবে না। তখন একটাই লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেওয়া, দল গুরুত্বপূর্ণ, দল আমার থেকে যেটা চাইছে সেটা দেওয়া। আমি সেটাই করার চেষ্টা করব। চাপ সব সময় থাকবে, এবং নিয়েই’’ এদিকে কেকেআর-এর মতো দলের অধিনায়ক হতে পেরে নিজেকে সৌভাগ্যবাণ বলছেন রাহানে।
তিনি বলেন, ‘‘এরকম একটা দলের সঙ্গে যুক্ত হওয়াটাই গর্বের। আমি সব সময় চেষ্টা করি যখন যেখানে থাকি সেখানে নিজের সেরাটা দেওয়ার। যখন আমি মুম্বইয়ের হয়ে খেলি তখন যেমন নিজের সেরাটা দিই তেমনই এখানেও দেব। তবে কাউকে কিছু প্রমাণ করার নেই। নিজের ফিটনেস এবং সেই দলের হয়ে নিজের সেরাটা দেওয়া। অধিনায়ক হিসেবা চাইব সবাই সবার সেরাটা দেব।’’ অধিনায়কের পাশে দাঁড়িয়ে কোচ পণ্ডিত বলেন, ‘‘অজিঙ্কর ঝুলিতে বিপুল অভিজ্ঞতা রয়েছে। ও অতীতে দেশের অধিনায়কত্ব করেছে।’’
এই মরসুমে শ্রেয়াসের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিলেও মূল দলকে ধরে রেখেছে কেকেআর। সে কারণে নতুন করে দলকে ঢেলে সাজানোর প্রয়োজন নেই। তবে যাঁরা নতুন যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে তালমেল তৈরি হতে যে বেশি সময় লাগবে না, তা নিয়ে নিশ্চিত হেড কোচ। বরং অধিনায়কের উপর ভরসা রাখছেন তিনি। এদিনে গৌতম গম্ভীর পরবর্তী সময়ে দলের মেন্টর হিসেবে যোগ দেওয়া ব্র্যাভোকে নিয়েও আত্মবিশ্বাসী পুরো দল। ভেঙ্কটেশ আইয়ার যেমন বলছিলেন, ‘‘অনেক অভিজ্ঞতা তার। তাঁকে সাফল্যের শিখরে দেখেছি। আমাদের শেরা অনেক কিছু রয়েছে।’’
পাশাপাশি ব্র্যাভোর গলায়ও উচ্ছ্বাস কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে। তবে তিনি যে গম্ভীরের দেখানো পথে দল চালাবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা কয়েকজন প্লেয়ারকে ধরে রাখতে পারিনি। তবে আমার মনে হয়, জিজি (গৌতম গম্ভীর)-এর তাঁর নিজের স্টাইল ছিল আর আমার নিজের স্টাইল আছে। আমরা যার যার জায়গায় সফল। আমাদের দলে সফল ক্রিকেটাররা রয়েছে। তাদের সাফল্যের রাস্তাটাকেও খেয়াল রাখতে হবে।’’ পাশাপাশি তাঁর মুখে শোনা গেল ‘বস’ শাহরুখ খানের প্রশংসাও।
২২ মার্চ ঘরের মাঠে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে রয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার