নিজস্ব সংবাদদাতাঃ শেষ দুই ম্যাচে হেরে মাঠ ছাড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে কেকেআর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে জিততে না পারলে হারের হ্যাটট্রিক হবে কলকাতার। সেই সঙ্গে লিগ তালিকায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতীশ রানারা।
দিল্লির বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে বদল হতে পারে। কলকাতার জার্সিতে অভিষেক হতে পারে লিটন দাসের। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র দিল্লিই কোনও ম্যাচ জিততে পারেনি। তাই তাদের বিরুদ্ধে জয়ের ভাল সম্ভাবনা রয়েছে কলকাতার। কিন্তু দলে কিছু সমস্যা রয়েছে। সব থেকে বড় সমস্যা দলের ওপেনিং জুটি। কোনও ম্যাচেই শুরুটা ভাল করতে পারছে না কলকাতা। রহমানুল্লা গুরবাজ় টানা ব্যর্থ। তাই দিল্লির বিরুদ্ধে তাঁর বদলে লিটনের অভিষেক হতে পারে কেকেআর জার্সিতে। কারণ, ব্যাট করার পাশাপাশি লিটন উইকেটরক্ষকও। তাই গুরবাজ়ের বদলে উইকেটের পিছনে দাঁড়াতে হবে তাঁকে।
দলের মিডল অর্ডার ঠিক থাকলেও সমস্যা বোলিং আক্রমণ নিয়ে। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ ও ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভাল বল করতে পারেনি কেকেআর। তাই বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লকি ফার্গুসন বাদ পড়তে পারেন। বদলে টিম সাউদিকে আবার নেওয়া হতে পারে। তবে সাউদিও বিশেষ ভাল খেলতে পারছেন না।