অলস্পোর্ট ডেস্কঃ বৃহস্পতিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে তারা। রাজস্থানকে হারাতে পারলে সেই দৌড়ে আরও খানিকটা এগিয়ে যাবে কলকাতা। সেই খেলাতেও কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা সেই রিঙ্কুই। এখন থেকেই প্লে-অফে নামতে তৈরি তিনি।
কেকেআর পরের তিনটে ম্যাচ জিতলেই প্লে-অফে উঠবে কিনা সন্দেহ আছে। কারণ, সর্বোচ্চ ১৬ পয়েন্টে যাওয়ার সুযোগ রয়েছে কলকাতার। ১৮ পয়েন্ট হলে প্লে-অফ নিশ্চিত বলা যেতে পারে। আর এ বার প্রতিটা দলই খুব কাছাকাছি রয়েছে। ফলে এখনও কারও প্লে-অফ নিশ্চিত হয়নি। কিন্তু এখন থেকেই শেষ চারের কথা ভাবছেন রিঙ্কু। এছাড়াও দারুন ফর্মে রয়েছেন অধিনায়ক নীতিশ রানা। প্রতি ম্যাচেই তিনি দলের জন্য প্রয়োজনীয় রান করছেন। আগের ম্যাচে ফর্মে এসছেন আন্দ্রে রাসেল। ইডেনে আবার রাসেল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। দুই দলই এখনও অবধি এ বারের আইপিএলে ১১টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে কেকেআর জিতেছে ৫ ম্যাচে, হার ৬ ম্যাচে। অন্যদিকে কেকেআরের মতোই রাজস্থানের জয় ৫টি, হার ৬টি। কেকেআর শেষ ২ ম্যাচে জিতেছিল। ফলে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। অন্যদিকে রাজস্থান হারের হ্যাটট্রিক করে বেশ চাপ নিয়েই নামবে ইডেনে।
একটা সময় ছিল যখন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রাজস্থান। ওপেনিংয়ে জস বাটলার-যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটার। তারপর সঞ্জু স্যামসনের মতো আগ্রাসী ব্যাটার। শিমরন হেটমায়ার-ধ্রুব জুরেলরাও একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে খেলছিলেন। বোলিংয়ে তুরুপের তাস স্পিনার ত্রয়ী। আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও অ্যাডাম জাম্পা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com