Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅবসরের পরও মনে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ৫ উইকেট: কুলদীপ যাদব

অবসরের পরও মনে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ৫ উইকেট: কুলদীপ যাদব

অলস্পোর্ট ডেস্ক: সোমবার এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে কুলদীপ যাদব তাঁর অসাধারণ বোলিং দিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেন। মাত্র পঁচিশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। ম্যাচ শেষে কুলদীপ বলেছেন এই ম্যাচ তিনি অবসরের পরেও মনে রাখবেন। সুপার ফোরের লড়াই জয়ের জন্য ৩৫৭ রান তাড়া করতে নেমে পাকিস্তান ১২৮ রান করে আউট হয়ে যায়।

ম্যাচের পর কুলদীপ বলেন, ‘‘আমি অত্যন্ত খুশি। ভাল দলের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া সত্যিই মনে রাখার মতো। আমি যখন খেলা থেকে অবসর নেব তখনও আমি মনে রাখব আমি পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়েছিলাম। প্রতিপক্ষ দলও যখন ভাল স্পিন করে সেখানে তাঁদের বিরুদ্ধে ভাল খেলা সত্যিই অনুপ্রাণিত করে।’’

হাঁটুর চোট কাটিয়ে কুলদীপ আবার আন্তর্জাতিক খেলায় ফিরেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জাতীয় দল সবেতেই কুলদীপ এখন ভাল ফর্মে রয়েছেন। ভারতীয় একাদশে নিয়মিতভাবে কুলদীপ ফিরে এসেছেন। অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপে গুরুত্বপূর্ণ বোলার হিসেবে তিনি ভারতীয় দলে রয়েছেন।

কুলদীপ বলেন, ‘‘এক-দেড় বছর সত্যিই খুব ভাল যাচ্ছে। বোলিং ভাল হচ্ছে এবং প্রথম একাদশ নিয়ে আমি বেশি কিছু ভাবছি না। শুধুমাত্র আমি আমার বোলিং উপভোগ করছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি যে যখনই আমি সুযোগ পাব তখনই আমি সেরাটা দেওয়ার জন্য ফিট থাকব। পুরো আইপিএল জুড়ে আমি আমার বোলিং লেন্থের জন্য কঠোর পরিশ্রম করেছি যা যেকোনও স্পিনারের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’’

২০১৭-তে অভিষেকের পর থেকে ২৮ বছরের এই স্পিনার ৮৭টি ওডিআই ম্যাচে ১৪৬টি উইকেট নিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments