অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে বল গড়াল সোমবার, ম্যাচের চতুর্থ দিন। প্রথম দিনের পর দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা শুরু করাই সম্ভব হয়নি ভেজা আউটফিল্ডের জন্য। যদিও বৃষ্টি কমে গিয়েছিল। যার পর থেকে গ্রিন পার্কের ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রথমদিন টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত অধিনায়ক। প্রথম দিন ৩৫ ওভার খেলা সম্ভব হয়। তার পর দু’দিন বিশ্রামের পর আবার চতুর্থ দিন খেলতে নামার সুযোগ পায় দুই দল। ১০৭-৩ থেকে বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করে ২৩৩ রানে। ১০৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মমিনুল হক। বাকি আর কেউ বড় রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে ২৮৫-৯-এ ইনিংস ঘোষণা করে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলাদেশ ২৬-২।
প্রথম দিন বাংলাদেশের ইনিংস যখন শেষ হয় তখন ব্যাট করছিলেন মোমিনুল ও মুশফিকুর রহিম। প্রথম দিনই ফিরে গিয়েছিলেন জাকির হাসান ০, শাদমান ইসলাম ২৪ ও নাজমুল হোসেন শান্ত ৩১ রানে। এর পর দু’দিন অপেক্ষা করার পর চতুর্থদিন ব্যাট করতে নেমে মুশফিকুর ১১, লিটন দাস ১৩, শাকিব আল হাসান ৯, মেহেদি হাসান মিরাজ ২০, তাইজুল ইসলাম ৫, হাসান মাহমুদ ১ ও খালেদ আহমেদ কোনও রান না করেই ফিরে যান। ১০৭ রান করে অপরাজিত থাকেম মোমিনুল।
ভারতের হয়ে প্রথম ইনিংসে তিন উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুটো করে উইকেট নেন মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও আকাশদীপ সিং। এক উইকেট নেন রবীন্দ্র জাডেজা। জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো টি২০-র ঢঙে ব্যাট করতে শুরু করেন যশস্বী, রোহিতরা। যদিও অধিনায়ক রোহিত শর্মার ফর্মে ফেরা হল না এই পরিস্থিতিতেও। তার মধ্যেই দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০ রানের রেকর্ড করে ফেলে ভারতীয় ক্রিকেট দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮৮ রানে ইনিংস ঘোষণা করে দেয় ভারত।
ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন। এছাড়া রোহিত শর্মা ২৩, শুভমান গিল ৩৯, ঋষভ পন্থ ৯, বিরাট কোহলি ৪৭, লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮, রবীন্দ্র জাডেজা ৮, রবিচন্দ্রন অশ্বিন ১, আকাশদীপ ১২ রান করে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন যশপ্রীত বুমরাহ। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ, শাকিব আল হাসান। এক উইকেট নেন হাসান মাহমুদ।
ভারত ইনিংস ঘোষণা করে দেওয়ায় এদিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয় বাংলাদেশকে। দিনের শেষে ১১ ওভারে বাংলাদেশ থামে ২৬-২-এ। জাকির হাসান ১০ ও হাসান মাহমুদ ৪ রান করে আউট হন। শাদমান ইসলাম ৭ ও মোমিনুল হক রানের খাতা না খুলে ক্রিজে রয়েছেন। শেষ দিন ভারতের লক্ষ্য জয় তুলে নেওয়া, তাই তড়িঘড়ি ইনিংস ঘোষণা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটো উইকেটই নেন যশপ্রীত বুমরাহ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার