নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১লা এপ্রিল প্রথম ম্যাচে কেকেআর খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।তবে প্রথম ম্যাচে নামার আগেই কিছুটা অস্বস্তিতে রয়েছে পঞ্জাব দল। ট্রেভর বেলিসের প্রশিক্ষণে থাকা এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইংল্যান্ড তারকা লিয়াম লিভিংস্টোন। সেই তিনিই নাকি কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না! হ্যা, এমন ঘটনাই ঘটতে চলেছে বাস্তবে। কারণ ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবির তরফে ‘ক্লিয়ারেন্স’ অর্থাৎ ছাড়পত্র এসে পৌঁছায়নি। ফলে তাঁর প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত ডিসেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল লিয়াম লিভিংস্টোনের। সেই ম্যাচেই হাঁটুতে চোট পান তিনি। তারপর থেকে আর প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি তাঁর। সেই চোট থেকে তিনি সেরে উঠেছেন ঠিক। তবে ইসিবির তরফে এখনও এসে পৌঁছায়নি ফিটনেস সার্টিফিকেট বা ফিটনেস ‘ক্লিয়ারেন্স’ সার্টিফিকেট। ইসিবি যতক্ষন না পর্যন্ত এই ছাড়পত্র দিচ্ছে ততক্ষন পর্যন্ত আইপিএলে খেলা হবে না লিভিংস্টোনের।
তবে হাল ছাড়তে রাজি নয় পাঞ্জাব কিংসের দল। আশা করা হচ্ছে দ্বিতীয় ম্যাচ থেকে পঞ্জাব ওঁকে পাবে।’ গত মরশুমে ১৪ ম্যাচে লিয়াম লিভিংস্টোন ৪৩৭ রান করেছিলেন। গড় ছিল ৩৬.৪২। স্ট্রাইক রেট ছিল ১৮২.০৮। ইংল্যান্ডের হয়ে ২৯ টি টি-২০ এবং ১২ টি ওয়ানডে খেলেছেন তিনি।





