Friday, December 6, 2024
No menu items!
Google search engine
HomeআইপিএলLive IPL Mega auction 2025, Day 2: দ্বিতীয়বার নিলামে অজিঙ্ক রাহানে, মঈন...

Live IPL Mega auction 2025, Day 2: দ্বিতীয়বার নিলামে অজিঙ্ক রাহানে, মঈন আলি, উমরান মালিক কলকাতায়

অলস্পোর্ট ডেস্ক: প্রথম দিনের আইপিএল ২০২৫ মেগা নিলাম শেষে শীর্ষে ভারতীয়রাই। এই মরসুমে সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। যাঁদের জন্য সামর্থের বাইরে গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করেছে। তার মধ্যে অন্যতম লখনউ আর পঞ্জাব। ঋষভ পন্থকে নিতে ২৭ কোটি টাকা খরচ করেছে লখনউ সুপার জায়ান্ট। অন্যদিকে শ্রেয়াস আইয়ারকে নিতে ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে পঞ্জাব কিংস। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। গত মরসুমে দলের হয়ে সাফল্য পাওয়া ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে নিলামে ২৩.৭৫ কোটিতে কিনে নিয়েছে শাহরুখ খানের দল। তিন দলের ক্ষেত্রেই বাজেটের বাইরে চলে গেলেও তারা খুশি। দ্বিতীয় দিন বাকি দল গুছিয়ে নিতে চাইবে দলগুলো। দেখা যাক শেষবেলায় কাদের ভাগ্য কার দিকে—

ফাইনাল নিলামের আগে কোন দলের কাছে কত টাকা পড়ে রয়েছে তার উপর নির্ধারিত হবে আর কোন কোন প্লেয়ার দল পাবে। শেষ মুহূর্তে নিলামে আসা অনেক প্লেয়ারই দল পাননি। যারা এই দুই দিনে দল পাননি তাদের আরও একবার নিলামে আনা হবে। সেখান থেকে আদৌ ফ্র্যাঞ্চাইজিগুলো আরও প্লেয়ার নেয় কিনা সেটাই দেখার।

শেষ পর্বের ১২ প্লেয়ার

মোহিত রাঠি ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রয়্যা‌ল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ভিগনেশ পুথুর ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

অশোক শর্মা ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রাজস্থান রয়্যালস।

রাজ লিম্বানি ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অভিনন্দন সিং ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

লুঙ্গি এনগিদি ১ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অটনিল বার্টম্যান ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

কুলবন্ত কেজরোলিয়া ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

শিভম মাভি ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

লিজাদ উইলিয়ামস ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

অর্জন তেন্ডুলকর ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

কুনাল রাঠৌর ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রাজস্থান রয়্যালস।

যে প্লেয়াররা বিক্রি হননি

ক্রিভিতসো কেনসে ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

মাধব তিওয়ারি ৩০ লাখ বেস প্রাইস। ৪০ লাকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস

ত্রিপুরানা বিজয় ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

অতীত শেঠ ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

বেভন জন জেকবস ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

রাজ লিম্বানি ৩০ লখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

করিম জন্নত ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

তেজস্বী দাহিয়া ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

সন্দীপ ওয়ারিয়র ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অটনিল বার্টম্যান ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

কুলবন্ত কেজরোলিয়া ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

মনভত কুমার ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

ম্যাথু শর্ট ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

শিবালিক শর্মা ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অজয় মণ্ডল ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

প্রভীন দুবে ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল পঞ্জাব কিংস।

লুইস ডু প্লুই ৫০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

কোয়েনা মাফাকা ৭৫ লাখ বেস প্রাইস। ১.৫০ কোটিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।

টম লাথাম ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

সিকান্দর রাজা ১.২৫ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

গাস অ্যাটকিনসন ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

ব্র্যান্ডন কিং ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ম্যাথু ব্রিজকে ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

মুরুগান অশ্বীন ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

এলআর চেথন ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অর্শীন কুলকার্নী ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

তনুশ কোটিয়া‌ন ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রাজবর্ধন হাঙ্গারগেকর ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

আন্দ্রে সিধার্থ ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

সচিন বেবি ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

উমরান মালিক ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিন নিল কলকাতা নাইট রাইডার্স।

মঈন আলি ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

দিওয়াল্ড ব্রেসভি ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

প্রশান্ত সোলাঙ্কি ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

প্রিন্স চৌধরী ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অর্জুন তেন্ডুলকর ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

হার্ভিক দেশাই ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

বংশ বেদী ৩০ লাখ বেস প্রাইস। ৫৫ লাখে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

অনুকূল রয় ৩০ লাখ বেস প্রাইস। ৪০ লাখে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

পুখরাজ মান ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

স্বস্তিক চিকারা ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ডোনোভান পেরেরা ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটাল।

শার্দূল ঠাকুর ২ কোটি বেস প্রাইস।বিক্রি হলেন না।

অজিঙ্ক রাহানে ১.৫০ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

গ্লেন ফিলিপস ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

মায়াঙ্ক আগরওয়াল ১ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

শ্রেয়াস গোপাল ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কি‌নে নিল চেন্নাই সুপার কিংস।

পীযুশ চাওলা ৫০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

লভনিত শিসোদিয়া ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

আনমোলপ্রীত সিং ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ডেভিড ওয়ার্নার ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

দেবদত্ত পাড়িক্কল ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চেন্নাই: ৩ স্লট (১ বিদেশি): ১.২ কোটি টাকা, দিল্লি: ৭ স্লট (২ বিদেশি): ২.২৫ কোটি টাকা, গুজরাত: ৩ স্লট (টি বিদেশি): ৩.২০ কোটি টাকা, কলকাতা: ৯ স্লট (১ বিদেশি): ৫ কোটি টাকা, লখনউ: ৪ স্লট (৩ বিদেশি): Rs ১.৪৫ কোটি, মুম্বই: ৬ স্লট (২ বিদেশি): Rs ১.৮৫ কোটি, পঞ্জাব: ১ স্লট (০ বিদেশি): ৬৫ লক্ষ টাকা, বেঙ্গালুরু: ৮ স্লট (১ বিদেশী): ৪.৬৫ কোটি টাকা, রাজস্থান: ৮ স্লট (৩ বিদেশি): ২.৪০ কোটি টাকা, হায়দরাবাদ: ৬ স্লট (১ বিদেশি): ৫০ লক্ষ টাকা

মিক্স ব্যাগ

যশ দাবাস ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

দিগ্বিজয় দেশমুখ ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

উমঙ্গ কুমার ৩০ লাখ পবেস প্রাইস। বিক্রি হলেন না।

এশান মালিঙ্গা ৩০ লাখ বেস প্রাইস। ১.২০ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ

সঞ্জয় যাদব ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অবিনাশ সিং ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রিপল প্যাটেল ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

বৈভব সূর্যবংশী ৩০ লাখ বেস প্রাইস। ১.১০ কোটিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।

ক্রিস জর্ডন ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

কার্ল জেমিসন ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

নেথন স্মিথ ১ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

রস্টন চেস ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

বিজয় কুমার ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অতীত শেঠ ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ব্রেন্ডন ম্যাকমুলান ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ব্লেসিং মুজরাবানি ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ডোয়েন প্রেটোরিয়াস ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

সত্যনারায়ণা রাজু ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

অংশুমান হুদা ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

শিবা সিং ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রাজ লিম্বানি ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রামাকৃষ্ণা ঘোষ ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

পাইলা অবিনাশ ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল পঞ্জাব কিংস।

অলি স্টোন ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

লান্স মরিস ১.২৫ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

তেজস্বী দাহিয়া ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

কমলেশ নাগারকোটি ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

যুবরাজ চৌধরী ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

আব্দুল বাসিথ ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

সন্দীপ ওয়ারিয়ার ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

চেতন শাকারিয়া ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

উইলিয়াম ওরোক ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

লুঙ্গি এনগিদি ১ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

অ্যাডাম মিলনে ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

দিলশান মাধুশাঙ্কা ৭৫ লাখ পবেস প্রাইস। বিক্রি হলেন না।

জেভিয়ার বার্টলেট ৭৫ লাখ বেস প্রাইস। ৮০ লাখে কিনে নিল পঞ্জাব কিংস।

অটনিল বার্টম্যান ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

জেমি ওভেটন ১.৫০ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

মাইকেল ব্রেসওয়েল ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

প্রিন্স যাদব ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

নমন তিওয়ারি ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

দেবেশ শর্মা ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

কুলবন্ত কেজরোলিয়া ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

সুরংশ শেন্ডে ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল পঞ্জাব কিংস।

মুশীর খান ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল পঞ্জাব কিংস।

এমনজ্যোত চাহাল ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রাজ অঙ্গদ বাওয়া ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

অনিকেত ভর্মা ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

সলমন নিজার ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

নভদীপ সাইনি ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

শিবম মাভি ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

শেমার জোসেফ ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট। (আরটিএম)

নাথান অ্যালিস ১.২৫ বেস প্রাইস। ২ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

দুস্মন্থ চামিরা ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

জেসন বেহেনড্রফ ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

ম্যাথু শর্ট ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

কামিন্দু মেন্ডিস ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল সান রাইজার্স হায়দরাবাদ।

কাল মেয়ার্স ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

সরফরাজ খান ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অ্যারন হার্ডি ১.২৫ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল পঞ্জাব কিংস।

ব্রাইডন কার্স ১ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

জেকব বেথেল ১.২৫ কোটি বেস প্রাইস। ২.৬০ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অর্পিত গুলেরিয়া ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

শ্রীজিত কৃষ্ণান ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

ভিপরাজ নিগম ৩০ লাখ বেস প্রাইস। ৫০ লাখে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

মনোজ ভন্দাগে ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রিয়ংশ আরিয়া ৩০ লাখ বেস প্রাইস। ৩.৮০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

সচিন দাস ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

লুক উড ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রেস টপলে ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ই‌ন্ডিয়ান্স।

কুলদীপ সেন ৭৫ লাখ বেস প্রাইস। ৮০ লাখে কিনে নিল পঞ্জাব কিংস।

কোয়েনা মাফাকা ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

আজারি জোসেফ ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

রিচার্ড গ্লিসন ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ফজলহক ফারুকি ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রাজস্থান রয়্যালস।

জয়ন্ত যাদব ৭৫ লাখ পবেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

মিচেল সাঁতনার ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

সিকান্দর রেজা ১.২৫ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

গাস অ্যাটকিনসন ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

স্টিভ স্মিথ ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

পাথুম নিসাঙ্কা ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ব্রেন্ডন কিং ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

বালাপুরী যশবন্ত ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রাঘব গোয়েল ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

গুরজাপনীত সিং ৩০ লাখ বেস প্রাইস। ২.২০ কোটুতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

আকাশ সিং ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

অশ্বিনী কুমার ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

এলআর চেতন ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

শিবম সিং ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অর্শীন কুলকার্নী ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রাজবর্ধন হাঙ্গারগেকর ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ঋষি ধাওয়ান ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

যুধবীর সি ৩০ লাখ বেস প্রাইস। ৩৫ লাখে কিনে নিল রাজস্থান রয়্যালস।

আন্দ্রে সিদ্ধার্থ ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

হরনুর পান্নু ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল পঞ্জাব কিংস।

রিশাদ হোসেন ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

উমেশ যাদব ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

জয়দেব উনাদকট ১ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

নবিন উল হক ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

নুয়ান থুসারা ৭৫ লাখ বেস প্রাইস। ১.৬০ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইশান্ত শর্মা ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

মুস্তাফিজুর রহমান ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

উমরান মালিক ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

স্পেনসার জনসন ২ কোটি বেস প্রাইস। ২.৮০ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

যশ ফিলিপ ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রোমারিও শেপার্ড ১.৫০ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আর সাই কিশোর ৭৫ লাখ বেস প্রাইস। ২ কোটিতে কিনে নিল গুজরাত টাইটান্স। (আরটিএম)

আজমতউল্লা ওমরজাই ১.৫ কোটি বেস প্রাইস। ২.৪০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

উইল জ্যাকস ২ কোটি বেস প্রাইস। ৫.২৫ কোটিতে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

দীপক হুদা ৭৫ লাখ বেস প্রাইস। ১.৭০ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

টিম ডেভিড ২ কোটি বেস প্রাইস। ৩ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মঈন আলি ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

শাহবাজ আহমেদ ১ কোটি বেস প্রাইস। ২.৪০ কোটিতে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

শেরাফিন রাদারফোর্ড ১.৫০ কোটি বেস প্রাইস। ২.৬০ কোটিতে কিনে নিল গুজরাত টাইটান্স।

মণীশ পাণ্ডে ৭৫ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

বেন ডাকেট ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

দিওয়ার দ্রাভিস ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ফিন অ্যালেন ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

আনক্যাপড স্পিন বোলার

ঝথাভেদ সুভ্রমনিয়ম ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

প্রশান্ত সোলাঙ্কি ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

দিগভেশ সিং ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

এম সিদ্ধার্থ ৩০ লাখ বেস প্রাইস। ৭৫ লাখে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

জিশান আনসারি ৩০ লাখ বেস প্রাইস। ৪০ লাখে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

আনক্যাপড ফাস্ট বোলার

রাজেন কুমার ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ভিদওয়াত কাভেরাপ্পা ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

সাকিব হুসেন ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

মুকেশ চৌধরী ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

গুরনুর ব্রার ৩০ লাখ বেস প্রাইস। ১.৩০ কোটিতে কিনে নিল গুজরাত টাইটান্স।

বাকি প্লেয়ার (উইকেট কিপার)

হার্ভিক দেশাই ৩০ আলখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

বংশ বেদী ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অভনিশ আরাভল্লী ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

বাকি প্লেয়ার (অলরাউন্ডার)

স্বপ্নিল সিং ৩০ লাখ বেস প্রাইস। ৫০ লাখে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। (আরটিএম)

অনুকূল রয় ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

দর্শন নারকান্দে ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

মহম্মদ আর্শাদ খান ৩০ লাখ বেস প্রাইস। ১.৩০ কোটিতে কিনে নিল গুজরাত টাইটান্স।

আনশূল কাম্বোজ ৩০ লাখ বেস প্রাইস। ৩.৪০ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

মায়াঙ্ক দাগার ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

হিম্মত সিং ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

বাকি প্লেয়ার (ব্যাটার)

শেখ রসিদ ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

পুখরাজ মান ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

মাধব কৌশিক ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

শুভম দুবে ৩০ লাখ বেস প্রাইস। ৮০ লাখে কিনে নিল রাজস্থান রয়্যালস।

স্বস্তিক চিকারা ৩০ লাখ বেস প্রাইজ। বিক্রি হলেন না।

স্পিন বোলার সেট ২

কেশব মহারাজ ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

আদিল রশিদ ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

আকিল হোসেন ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

বিজয়কান্ত বিয়াসকান্ত ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

আল্লাহ গজনফর ৭৫ লাখ বেস প্রাইস। ৪.৮০ কোটিতে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

মুজিব উর রহমান ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

ফাস্ট বোলার সেট ২

লকি ফার্গুসন ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল পঞ্জাব কিংস।

আকাশ দীপ ১ কোটি বেস প্রাইস। ৮ কোটিতে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

দীপক চাহার ২ কোটি বেস প্রাইস। ৯.২৫ কোটিতে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

মুকেশ কুমার ২ কোটি বেস প্রাইস। ৮ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। (আরটিএম)

ভুবনেশ্বর কুমার ২ কোটি বেস প্রাইস। ১০.৭৫ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

জেরাল্ড কোয়েৎজে ১.২০ কোটি বেস প্রাইস। ২.৪০ কোটিতে কিনে নিল গুজরাত টাইটান্স।

তুষার দেশপাণ্ডে ১ কোটি বেস প্রাইস। ৬.৫০ কোটিতে কিনে নি‌ল রাজস্থান রয়্যালস।

উইকেট কিপার সেট ২

ডনোভান পেরেরা ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অ্যালেক্স ক্যারি ১ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

যশ ইঙ্গলিশ ২ কোটি বেস প্রাইস। ২.৬০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

কেএস ভরত ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

রায়ান রিকেলটন ১ কোটি বেস প্রাইস। বেস ‌প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

সাই হোপ ১.২৫ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ক্যাপড অলরাউন্ডার সেট ২

নীতীশ রানা ১.৫০ কোটি বেস প্রাইস। ৪.২০ কোটিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।

ক্রনাল পাণ্ড্যে ২ কোটি বেস প্রাইস। ৫.৭৫ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ড্যারেল মিচেল ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

মার্কো জানসেন ১.২৫ কোটি বেস প্রাইস। ৭ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

স্যাম কারান ২ কোটি বেস প্রাইস। ২.৪০ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

ওয়াশিংটন সুন্দর ২ কোটি বেস প্রাইস। ৩.২০ কোটিতে কিনে নিল গুজরাত টাইটান্স।

শার্দূল ঠাকুর ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

ক্য়াপড ব্যাটার সেট ২

পৃথ্বী শ ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

মায়াঙ্ক আগরওয়াল ১ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

অজিঙ্ক রাহানে ১.৫০ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

ফাফ দু প্লেসি ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

রোভমান পাওয়েল ১.৫০ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

গ্লেন ফিলিসপস ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

কেন উইলিয়ামসন ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments