Saturday, March 15, 2025
No menu items!
Google search engine
HomeআইপিএলLive IPL Mega auction 2025, Day 1: পন্থ, শ্রেয়াস, ভেঙ্কটেশের বাজিমাত

Live IPL Mega auction 2025, Day 1: পন্থ, শ্রেয়াস, ভেঙ্কটেশের বাজিমাত

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫-এর ঢাকে কাঠি পড়ে গেল মেগা নিলামের মধ্যে দিয়ে। রবিবার সৌদি আরবে বসেছে দু’দিনের এই নিলাম পর্ব। বেশ কয়েকজন প্লেয়ারকে নিয়ে রীতিমতো যে টানাটানি হবে তা নিয়ে কোনও সংশয় নেই। অনেকেই প্রিয় দল ছেড়ে নাম লিখিয়েছে নিলামে আরও বেশি মূল্যে দল পাওয়ার লক্ষ্যে। সেই তালিকায় যেমন রয়েছেন গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ার তেমনই দেশের এক নম্বর উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁদের পাশাপাশি নিলামে দর আকাশ ছুঁতে পারে বেশ কয়েকজন বিদেশি প্লেয়ারেরও। দেখা যাক কে যায় কোন দলে—

আনক্যাপড স্পিন বোলার

শ্রেয়াস গোপাল ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

মানব সুথার ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

কুমার কার্তিকেয়া সিং ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল রাজস্থান রয়্যালস।

পীযুশ চাওলা ৫০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

মায়াঙ্ক মারকান্ডে ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

কর্ণ শর্মা ৫০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

সুয়াশ শর্মা ৩০ লাখ বেস প্রাইস। ২?৬০ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আনক্যাপড ফাস্ট বোলার

সিমারজিৎ সিং ৩০ লাখ বেস প্রাইস। ১.৫০ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

কার্তিক ত্যাগী ৪০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

যশ ঠাকুর ৩০ লাখ বেস প্রাইস। ১.৬০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

বৈভব আরোরা ৩০ লাখ বেস প্রাইস। ১.৮০ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

ভিশক বিজয় কুমার ৩০ লাখ বেস প্রাইস। ১.৮০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

মোহিত শর্মা ৫০ লাখ বেস প্রাইস। ২.২০ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

আকাশ মাধোয়াল ৩০ লাখ বেস প্রাইস। ১.২০ কোটিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।

রসিক দার ৩০ লাখ বেস প্রাইস। ৬ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আনক্যাপড উইকেটকিপার

বিষ্ণু বিনোদ ৩০ লাখ বেস প্রাইস। ৯৫ লাখে কিনে নিল পঞ্জাব কিংস।

লাভনিথ সিসোদিয়া ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

উপেন্দ্র সিং যাদব ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

আরিয়ান জুয়াল ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রা্ইসে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

অনুজ রাওয়াত ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

রবীন মিঞ্জ ৩০ লাখ বেস প্রাইস। ৬৫ লাখে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

কুমার কুশাগ্রা ৩০ লাখ বেস প্রাইস। ৬৫ লাখে কিনে নিল গুজরাত টাইটান্স।

আনক্যাপড অলরাউন্ডার

উৎকর্ষ সিং ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

আশুতোষ শর্মা ৩০ লাখ বেস প্রাইস। ৩.৮০ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

মহিপাল লোমরোর ৫০ লাখ বেস প্রাইস। ১.৭০ কোটিকে কিনে নিল গুজরাত টাইটান্স।

বিজয় শঙ্কর ৩০ লাখ বেস প্রাইস। ১.২০ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

হরপ্রীত ব্রার ৩০ লাখ বেস প্রাইস। ১.৫০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

আবদুল সামাদ ৩০ লাখ বেস প্রাইস। ৪.২০ কোটিতে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

নমন ধীর ৩০ লাখ বেস প্রাইস। ৫.২৫ কোটিতে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। (আরটিএম)

সমীর রিজভি ৩০ লাখ বেস প্রাইস। ৯৫ লাখে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

নিশান্ত সিন্দু ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল গুজরাত টাইটান্স।

আনক্যাপড ব্যাটার

অভিনব মনোহর ৩০ লাক বেস প্রাইস। ৩.২০ কোটিতে কিনে নিল সান রাইজার্স হায়দরাবাদ।

যশ ধুল ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

করুণ নায়ার ৩০ লাখ বেস প্রাইস। ৫০ লাখে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

অঙ্গকৃশ রঘুবংশী ৩০ লাখ বেস প্রাইস। ৩ কোটিতে দলে ফেরালো কলকাতা নাইট রাইডার্স।

নিহাল ওয়াদেরা ৩০ লাখ বেস প্রাইস। ৪.২০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

আনমোলপ্রীত সিং ৩০ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

অথর্ব তাইদে ৩০ লাখ বেস প্রাইস। বেস প্রাইসে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

স্পিন বোলার

নূর আহমেদ ২ কোটি বেস প্রাইস। ১০ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

ওয়াকার সালামখেল ৭৫ লাখ বেস প্রাইস। বিক্রি হলেন না।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ কোটি বেস প্রাইস। ৫.২৫ কোটিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।

অ্যাডাম জাম্পা ২ কোটি বেস প্রাইস। ২.৪০ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

রাহুল চাহার ১ কোটি বেস প্রাইস। ৩.২০ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

মহেশ থিকসানা ২ কোটি বেস প্রাইস। ৪.৪০ কোটিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।

ফাস্ট বোলার

ট্রেন্ট বোল্ট ২ কোটি বেস প্রাইস। ১২.৫০ কোটিতে কি‌নে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

টি নটরাজন ২ কোটি বেস প্রাইস। ১০.৭৫ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

খলিল আহমেদ ২ কোটি বেস প্রাইস। ৪.৮০ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

জোফরা আর্চার ২ কোটি বেস প্রাইস। ১২.৫০ কোটিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।

এনরিচ নর্তজে ২ কোটি বেস প্রাইস। ৬.৫০ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

আভেশ খান ২ কোটি বেস প্রাইস। ৯.৭৫ কোটিতে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

প্রসিধ কৃষ্ণা ২ কোটি বেস প্রাইস। ৯.৫০ কোটিতে কিনে নিল গুজরাত টাইটান্স।

জোশ হেজেলউড ২ কোটি বেস প্রাইস। ১২.৫০ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ক্যাপড উইকেট কিপার

জিতেশ শর্মা ১ কোটি বেস প্রাইস। ১১ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ঈশান কিষান ২ কোটি বেস প্রাইস। ১১.২৫ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

রহমনুল্লা গুরবাজ ২ কোটি বেস প্রাইস। বেস প্রাইসে ধরে রাখল কেকেআর।

ফিল সল্ট ২ কোটি বেস প্রাইস। ১১.৫০ কোটিতে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

জনি বেয়ারস্টো ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

কুইন্টন ডি কক ২ কোটি বেস প্রাইস। ৩.৬০ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

প্রথম রাউন্ড অল রাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েল ২ কোটি বেস প্রাইস। ৪.২০ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

মিচেল মার্শ ২ কোটি বেস প্রাইস। ৩.৪০ কোটিতে কিনে নিল লখনউ সুরার জায়ান্ট।

মার্কাস স্তইনিস ২ কোটি বেস প্রাইস। ১১ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

ভেঙ্কটেশ আইয়ার ২ কোটি বেস প্রাইস। প্রথমে লখনউ, পরে বেঙ্গালুরুর সঙ্গে টানটান লড়াই শেষে ২৩.৭৫ কোটিতে ঘরের ছেলেকে ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ক্রয় কলকাতার।

রবীচন্দ্রন অশ্বিন ২ কোটি বেস প্রাইস। ৯.৭৫ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

রাচিন রবীন্দ্র ১.৫০ কোটি বেস প্রাইস। ৪ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

হর্ষল প্যাটেল ২ কোটি বেস প্রাইস। ৮ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথম রাউন্ড ক্যাপড ব্যাটার

জেক ফ্রেজার ২ কোটি বেস প্রাইস। ৯ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস (আরটিএম)।

ডেভিড ওয়ার্নার ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

রাহুল ত্রিপাঠী ৭৫ লাখ বেস প্রাইস। ৩.৪০ কোটিতে চেন্নাই কিনে নিল।

ডেভন কনওয়ে ২ কোটি বেস প্রাইস। ৬.২৫ কোটিতে কিনে নিল চেন্নাই সুপার কিংস।

এইদেন মারক্রাম ২ কোটি বেস প্রাইস। ২ কোটিতে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট।

দেবদত্ত পাড়িক্কল ২ কোটি বেস প্রাইস। বিক্রি হলেন না।

হ্যারি ব্রুক ২ কোটি বেস প্রাইস। ৬.২৫ কোটিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

দ্বিতীয় ছয় মার্কি প্লেয়ার

কেএল রাহুল ২ কোটি বেস প্রাইস। ১৪ কোটিকে দিল্লি ক্য়াপিটালস কিনে নিল।

লিয়াম লিভিংস্টোন ২ কোটি বেস প্রাইস। ৮.৭৫ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নিল।

মহম্মদ সিরাজ ২ কোটি বেস প্রাইস। ১২.২৫ কোটিতে গুজরাত টাইটান্স কিনে নিল।

যুজবেন্দ্র চাহাল ২ কোটি বেস প্রাইস। ১৮ কোটিতে কিনে নিল পঞ্জাব কিংস।

ডেভিড মিলার ১.৫০ কোটি বেস প্রাইস। ৭.৫০ কোটিতে লখনউ সুপার জায়ান্ট কিনে নিল।

মহম্মদ শামি ২ কোটি বেস প্রাইস। ১০ কোটিতে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিল।

প্রথম ছয় মার্কি প্লেয়ার

ঋষভ পন্থ ২ কোটি বেস প্রাইস। ২৭ কোটিতে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস।

মিচেল স্টার্ক ২ কোটি বেস প্রাইস। ১১.৭৫ কোটিতে দিল্লি ক্যাপিটালস কিনে নিল।

জোস বাটলার ২ কোটি বেস প্রাইস। ১৫.৭৫ কোটিতে গুজরাত টাইটান্সে যোগ দিলেন।

শ্রেয়াস আইয়ার ২ কোটি বেস প্রাইস নিয়ে শুরু। কলকাতা বিড শুরু করলেও পরে লড়াই চলে দিল্লি ও পঞ্জাবের মধ্যে। ২৬.৭৫ কোটিতে পঞ্জাব কিংস কিনে নিল।

কাগিসো রাবাদা ২ কোটি বেস প্রাইস নিয়ে শুরু। ১০.৭৫ কোটি গুজরাত টাইটান্স কিনে নিল।

অর্শদীপ সিং ২ কোটি বেস প্রাইস নিয়ে শুরু। ১৮ কোটিতে পঞ্জাব কিংস কিনে নিল। (আরটিএম)

নিলাম শুরু

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments