Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেট২৭ কোটির ক্রিকেটারের হাতেই দলের অধিনায়কত্ব তুলে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা

২৭ কোটির ক্রিকেটারের হাতেই দলের অধিনায়কত্ব তুলে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুমের জন্য লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে। প্রতিযোগিতায় দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়া পন্থকে রেকর্ড ২৭ কোটি টাকায় এলএসজি কিনে নিয়েছিল এবারের মেগা নিলামে। ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে ডিসি অধিনায়ক ছিলেন পন্থ কিন্তু নতুন মরসুমের আগে তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন। এলএসজি এবং ডিসি-র মধ্যে দর কষাকষির পর আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিক্রি হন পন্থ। ডিসি তাদের রাইট টু ম্যাচ (আরটিএম) ব্যবহার করলেও, রেকর্ড দর দিয়ে চুক্তিটি নিশ্চিত করে এলএসজি। তখনই ধরে নেওয়া হয়েছিল, লখনউয়ের অধিনায়ক হতে চলেছেন পন্থই। সোমবার কলকাতায় তা ঘোষণা হয়ে গেল।

সোমবার এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, “ঋষভ পন্থ কেবল আইপিএলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ই হবেন না, সেরা খেলোয়াড়ও হবেন”।  

গাড়ি দুর্ঘটনার পর একটা মরসুম তিনি সব রকমের ক্রিকেট থেকে বাইরে ছিলেন। তার পর ফিরে এসে প্রতিদিনই নিজেকে প্রমান করছেন কখনও ফ্র্যাঞ্চাইজির জার্সিতে কখনও দেশের জার্সিতে। যার ফল নিলামে সর্বোচ্চ রেকর্ড মূল্যে বিক্রি হন তিনি। ২৭ কোটি প্লেয়ারের হাতেই যে দলের অধিনায়কত্ব থাকবে তা নিয়ে কোনও সন্দেহই ছিল না।

গত মরসুমে এলএসজির অধিনায়কের দায়িত্বে ছিলেন কেএল রাহুল। যদিও মরসুমটা ভাল যায়নি তাদের। সেই সময় একটা ঘটনা উঠে এসেছিল লাইমলাইটে। আইপিএল ২০২৪-এর একটি ম্যাচ হারের পর মাঠেই কেএল রাহুলের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেই দৃশ্য ধরা পড়েছিল, লাইভের ক্যামেরায়। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল, ক্রিকেট বিশ্ব। সেদিন তিনি কী বলছিলেন, তা শোনা না গেলেও, তাঁর শরীরী ভাষা কেউ ভাল ভাবে নেয়নি। প্রভূত সমালোচনার মুখে পড়তে হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাকে। বোঝাই গিয়েছিল, ২০২৫ মরসুমে কেএল রাহুল-লখনউ সম্পর্ক দীর্ঘায়িত হবে না।

এবার দেখার পন্থের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে কিনা লখনউ সুপার জায়ান্ট। যার জন্য ২৭ কোটি খরচ করেছেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments