অলস্পোর্ট ডেস্কঃ কেএল রাহুলের অনুপস্থিতিতে লখনউ দলের নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল পান্ডিয়া। তাঁর অধিনায়কত্ব দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পরেও অবশ্য তাঁকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। ব্যাট করতে করতেই আচমকা মাঠ ছাড়েন ক্রুনাল। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
লখনউ-এর ব্যাটিং ইনিংসের ১৬ তম ওভারের শেষে, ক্রুণাল ৪৯ রান করে অপরাজিত ছিলেন। পরের ওভার শুরুর আগেই মাঠ ছাড়েন তিনি। নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যানকে অবসর নেওয়ার অনুমতি দেওয়া হয়। এতে, ব্যাটসম্যান তাঁর ইনিংস চলাকালীন যে কোনও সময় নিজেকে আউট ঘোষণা করতে পারেন। ব্যাটিংয়ের সময় চোট পেয়ে অবসরে যাওয়া ক্রুণাল বোলিংয়ের সময় মাঠে ফিরে দলের নেতৃত্ব নেন। বোলিংও করেছেন। তার অবস্থা দেখে ভক্তরা ভাবছিলেন তিনি অবসরে আঘাত পেয়েছেন নাকি অবসরে আউট হয়েছিলেন।
এ দিনের ম্যাচের পরে ক্রুণাল পান্ডিয়া বলেন, ‘আমার ক্র্যাম্প ছিল, আমার পেশীতে টান লেগেছিল।’ এরপরে তিনি বলেন, ‘আমি সবসময় দলের খেলোয়াড়, দলের জন্য যে কোনও কিছু করতে পারি। আজকের ফলাফল নিয়ে আমি খুশি।’ মহসিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মহসিনের মন অনেক বড়। একটা অস্ত্রোপচার করে আইপিএল খেলা এবং তারপরে এমন একটা পারফর্ম করা সহজ নয়। বোঝা যাচ্ছে আকাশের সীমা আছে।’ এদিনের ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে ক্রুণাল পান্ডিয়া বলেন, ‘এটি আমাদের জন্য সহজ ছিল না, এখানে একটি ভালো নোটে শেষ করতে পেরে সত্যিই খুশি। এই ভেন্যুতে এটিই শেষ ম্যাচ ছিল, আর এই ম্যাচে জয় পেয়ে ভালো লাগছে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার