নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল লখনউ সুপার জায়ান্ট।প্রথম ম্যাচেই আত্মসমর্পণ করে তারা ৫০ রানের ব্যবধানে ম্যাচ হারল।
এদিন টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠায় দিল্লি। অধিনায়ক কে এল রাহুলের ফর্ম এখনও আশা জাগাতে পারল না। প্রথম ম্যাচে মাত্র ৮ রানে সাজঘরে ফিরলেন তিনি। কিন্তু অন্য ওপেনার কাইল মেয়ার্স মাত্র ৩৮ বলে ৭৩ রান করেন।১৪ রানের মাথায় মেয়ার্সের ক্যাচ ফস্কান খলিল।এর খেসারত দিতে হল দিল্লিকে। যে ভাবে তিনি খেলছিলেন মনে হচ্ছিল অভিষেকেই শতরান করবেন কাইল। কিন্তু মুহূর্তের ভুলে তা ফস্কে যায়। এছাড়া দীপক হুডা (১৭) ও নিকোলাস পুরাণ (৩৬) এর দৌলতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে লখনউ। দিল্লির হয়ে খলিল আহমেদ ও চেতন সাকারিয়া ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পৃথ্বী সাউ মাত্র ৮ রান করে আউট হন। অধিনায়ক ডেভিড ওয়ার্নার একমাত্র অর্ধশতরান করেন (৫৬)। রাইলি রুসো ৩০ রান করেন। বাকি দিল্লির কোনও ব্যাটসম্যান আর ক্রিজে থিতু হতে পারেনি। মিচেল মার্স কোনও রান না করেই আউট হন। শেষদিকে অক্ষর প্যাটেল ১৬ রান করেন।লখনউয়ের হয়ে মার্ক উড মাত্র ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে একাই ৫টি উইকেট নেন। এছারাও ২টি করে উইকেট নেন আবেশ খান ও রবি বিষনোই।