অলস্পোর্ট ডেস্ক: ভারতের ভাগ্যাকাশে দুশ্চিন্তার কালো মেঘ। মানে ভারতীয় ক্রিকেট দলের সামনে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-২ ফলে পিছিয়ে থেকে বুধবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট খেলতে নামবেন শুভমান গিলরা। সিরিজে সমতা ফেরাতে ম্যাচ জেতা যখন জরুরি, শেষ ও পঞ্চম টেস্ট পর্যন্ত লড়াইটা জিইয়ে রাখতে, তখন ম্যাঞ্চেস্টারের আবহাওয়া তাতে বাদ সাধতে পারে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে প্রথম দিন বৃষ্টির জন্য ম্যাঞ্চেস্টারে এক বলও খেলা সম্ভব না হতে পারে। সেটা ভারতীয় ক্রিকেট পক্ষে মোটেই সুখকর নয়।
দিনের শুরুতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, যত সময় বাড়বে, বৃষ্টির প্রকোপ তত বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। সারাদিনে ১.২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও উদ্বেগের কারণ শুভমান, ঋষভ পন্থের জন্য, শুধু বুধবারই নয়, টেস্টের বাকি আরও ৫দিন , অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারও হাল্কা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
বৃষ্টি না হলেই মঙ্গল। তবে ওল্ড ট্র্যাফোর্ডের মেঘাচ্ছন্ন আকাশ ম্যাঞ্চেস্টার টেস্টে তুলনামূলক ভাবে সিম বোলাররা বাড়তি সুবিধা পাবেন, আগের ৩ টেস্টের তুলনায়। সুইং ও বাউন্স বাড়বে। গত কয়েকবছরের তুলনায় ওল্ড ট্র্যাফোর্ডের পিচের চরিত্রে বদল ঘটেছে। স্লো হয়েছে। কিন্তু বর্তমান আবহাওয়ার কারণে সেই চরিত্রে আবার বদল ঘটতে পারে। পিচ ভিন্ন ভাবে আচরণ করলে অবাক হওয়ার কিছু নেই। আর সেটা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল, চিফ কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট চতুর্থ টেস্টের ফার্স্ট ইলেভেন বাছবেন,সেটা বলাই বাহুল্য। আগেই শুভমান আভাস দিয়ে রেখেছেন, সিম বোলিং বিভাগের শক্তি ও বৈচিত্র বাড়াতে চোট পাওয়া আরশদীপ ও আকাশদীপের জায়গায় নবাগত আনসুল কম্বোজকে তাঁর পছন্দ। দলে জায়গা হতে পারে শার্দুল ঠাকুরেরও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





