নিজস্ব সংবাদদাতাঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ না হলে সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমানকে ছাড়তে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই তিনজনের খেলার কথা আইপিএলে। কিন্তু ৮ এপ্রিল টেস্ট ম্যাচ শেষ না হলে তাঁদের ছাড়বে না বোর্ড। এই কারনেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সমলোচনা করলেন প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের মতে, “সাকিব, লিটনরা যদি খেলতে চায় তাহলে অনুমতি দেওয়া হচ্ছে না কেন। আমি কোনওরকম সমস্যা দেখছি না। ওদের বাদ দিয়েই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলা যেত। অন্য দেশের ক্রিকেট বোর্ডের দিকে তাকান। আইপিএলের জন্য তারা কিন্তু কোনও ক্রিকেটারকে আটকে রাখছে না। ভাল সুযোগ পেলে ক্রিকেটারদের আটকে রাখা উচিত নয়। আমার মনে হয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওদের ছাড়া টেস্ট খেলার মত যোগ্যতা দলের রয়েছে।“
উল্লেখ্য, সাকিব ও লিটনকে ছাড়াই প্রথমদিকের ম্যাচ খেলতে হবে নাইট বাহিনীকে। মুস্তাফিজুরকে বাদ দিয়ে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। মাশরাফি তোপ দেগে আরও বলেছেন, “আয়ারলয়ান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে পরীক্ষা করছে বাংলাদেশ। ফলে সাকিবরা যদি আইপিএল খেলতে যেত তাহলেও দলের সমস্যা হত না। বরং উঁচু মানের টুর্নামেন্টে খেলতে পারলে ওদেরই সুবিধা হত।“