অলস্পোর্ট ডেস্ক: রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনাল চলাকালীন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাও ঘটল। একজন ভক্ত নিরাপত্তা ভেঙে ঢুকে পড়লেন মাঠের মধ্যে এবং সোজা চলে গেলেন বিরাট কোহলির কাছে এবং বিরাট কোহলিকে জড়িয়েও ধরলেন। ম্যাচের ১৪তম ওভারের সময়, ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরা এক ভক্ত ভিতরে ছুটে আসেন। মুখে ছিল প্যালেস্টাইনের পতাকা আঁকা মাস্ক। হাতে পতাকা। যতক্ষণে স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীরা তাঁকে ধরেন ততক্ষণে তিনি কোহলির কাছে পৌঁছে গিয়েছেন। তাঁকে দ্রুত মাঠ থেকে সরিয়ে দেওয়া হয় এবং মাত্র ৪৫ সেকেন্ডই সময় নষ্ট হয় তার পরই ম্যাচ আবার শুরু হয়।
সেই সময় মাঠে ছিলেন অমিত শাহ-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে দেশের অন্যান্য সেলিব্রিটিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও মাঠে পৌঁছনোর কথা যে কোনও সময়। যার ফলে নিরাপত্তা ব্যবস্থা ছিল অটুট। তার মধ্যেই কী করে ক্রিকেটারদের নিরাপত্তা ঢিলেঢালা হয়ে গেল সেটা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও চলতি বিশ্বকাপে এই প্রথম নয়, এর আগেও দু’বার মাঠে ঢুকে পড়েছিল দর্শক। ভারত-অস্ট্রেলিয়া প্রথম ম্যাচেই চেন্নাইয়ের মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে ইডেন গার্ডেনেও ঢুকে পড়েছিল দর্শক। বার বার একই ঘটনা ঘটায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিন মাঠে ঢুকে পড়া দর্শকরে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। যদিও তখন তাঁর পরনে ছিল হলুদ রঙের টিশার্ট। মাঠে যকন ঢুকেছিলেন তখন তাঁর টিশার্ট ছিল সাদা এবং তাতে প্যালেস্টাইন নিয়ে নানা বক্তব্য লেখা ছিল। কিন্তু পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সময় তিনি যে টিশার্ট পরেছিলেন তাতে লেখা ছিল ক্রু। তার উপরে লেখা ছিল বুক মাই শো। যে অ্যাপের মাধ্যমে বিশ্বকাপের টিকিট বিক্রি হচ্ছিল। তাহলে কি তিনি ক্রু মেম্বার? মাঠের ভিতরেই ছিলেন, তাই সহজেই ঢুকে পড়তে পেরেছেন মাঠে? এরকমই নানা প্রশ্ন উঠছে। তবে তাঁকে যখন ধরে নিয়ে যাওয়া হয় তাঁর চোকে-মুখে কোনও ভয়ের চিহ্ন ছিল না। বরং হাসি হাসি মুখেই তিনি পুলিশের গাড়ি থেকে নেমে থানায় ঢোকেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার