অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। রবিবার আহমেদাবাদে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর শেষ ম্যাচ। তার পর আবার চার বছরের অপেক্ষা। তবে এই বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রে রয়েছে পিচ। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে পিচ নিয়ে বিতর্ক হওয়ার পর ইডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও পিচ প্রসঙ্গ উঠে আসে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ছিল রহাই স্কোরিং। দুই দল ই সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে গিয়েছিল। মোট ৭০০-র উপর রান হয়েছে। অভিযোগ উঠেছিল পিচ বদলের। দ্বিতীয় সেমিফাইনাল আবার ঠিক উল্টো, লোস্কোরিং। কোনও রকমে দুই দল ২০০ রানের গণ্জি পেরতে পেরেছিল।
২১৩ রানের লক্ষ্যে পৌঁছতে অস্ট্রেলিয়ার সাত উইকেট চলে গিয়েছিল। সেই প্রসঙ্গে মিচেল স্টার্ককে প্রশ্ন করা হয় যে তাঁরা কতটা ফাইনাল নিয়ে চিন্তিত কারণ যেভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে সমস্যায় পড়তে হল। এই প্রশ্নে বেশ মজা করেই উত্তর দেন স্টার্ক।
তিনি বলেন, ‘‘আগামী কাল আমরা আহমেদাবাদ পৌঁছেই আশা করি আমরা বুঝতে পারব উইকেট নতুন না পুরনো।’’ ইডেন গার্ডেনের পিচ নিয়েও স্টার্কের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘এটা নতুন উইকেট ছিল। আমি নিশ্চিত নই যে এটা কিছুটা শুরুতে ব্যাট করার জন্য কঠিন ছিল কিনা কারণ অনেকটা সময় কভারের নিচে ছিল, আমি জানি না কতক্ষণ। তবে ভারসাম্যহান পেস ছিল উইকেটে, হালকা সুইংও ছিল। আর মনে হয়ে সে কারণেই ব্যাট করা কঠিন হচ্ছিল প্রথম ১০ ওভার যখন আমরা বল করছিলাম।’’
তবে স্টার্ক মেনে নিয়েছেন, তিনি পিচ সম্পর্কে অআগাম কোনও ধারনা করতে পারেন না। তিনি বলেন, ‘‘আমি এটা কখনওই বলব না যে আমি পিচ পড়তে পারি এবং ডানতাম ওরা কী করবে। এখানে গত কয়েকদিন অনুশীলনের পর মনে হয়েছিল উইকেটে টার্ন রয়েছে। তবে সব রিপোর্ট দেখে মনে হচ্ছে আমরা যে উইকেটে খেলেছি সেটা ব্যবহৃত তাই টার্ন থাকাটা অস্বাভাবিক নয়। আগেই বলেছি পেসের দিক থেকে এই উইকেট অসাঞ্জস্যপূর্ণ ছিল। আমার মনে হয় প্রথম ব্যাটিংয়ে এখানে ৩০০ কী তার থেকে কিছু বেশি রান হতে পারত। সেটা না হওয়ার আমি অবাক কিন্তু ব্যাটিংয়ের উপরে বল রাজত্ব করায় আমি খুশি।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





