অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের মধ্যে সম্পর্ক আরও একবার সামনে চলে এল। ৪৪৮/৬ স্কোর করার পর পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। সেই সময় ২৩৯ বলে অপরাজিত ১৭১ রানে ব্যাট করছিলেন রিজওয়ান। তাঁর দলের পক্ষে সর্বোচ্চ স্কোরারও ছিলেন। ইনিংস ঘোষণার পর যখন রিজওয়ান ড্রেসিংরুমে ফিরছেন তখন পাকিস্তানের ক্রিকেটাররা তাঁর জন্য বাউন্ডারি লাইনের চারপাশে অপেক্ষা করছিলেন। সেই রিজওয়ান মজা করেই বাবরের দিকে তাঁর ব্যাট ছুঁড়ে মারেন যিনি, সেটিকে ক্যাচ ধরেন এবং উভয়েই হেসে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং করার সময় রিজওয়ান ও বাবরকেও মাঠে হালকা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে।
প্রাথমিকভাবে মনে হয়েছিল রেগে গিয়েই এমনটা করেছেন রিজওয়ান। কারণ অল্পের জন্য টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম ডবল সেঞ্চুরিটা পাওয়া হল না। সেই মুহূর্তে ইনিংস ঘোষণা না করলে হয়তো তিনি আরও ২৮ রান করে ডবল সেঞ্চুরিটি করে ফেলতে পারতেন। এমনকি বাবরেরও সেই কথা ভাবা উচিত ছিল। তবে তিনি ভাবেননি। তবে রিজওয়ানের প্রতিক্রিয়া স্পোর্টসম্যান স্পিরিটের উদাহরণ।
ম্যাচে রিজওয়ান এবং সৌদ শাকিল দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে ৪৪৮-৬-এ নিয়ে যান। রাওয়ালপিন্ডিতে ২৭-০-তে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
রিজওয়ানের অপরাজিত ১৭১ রান ছিল তাঁর টেস্ট সেরা এবং ফর্ম্যাটে তৃতীয় সেঞ্চুরি যেখানে শাকিলের ১৪১ রান সমানভাবে দলকে সাহায্য করেছে। এই জুটি বুধবার পাকিস্তানকে ১৬-৩ থেকে ৪০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেছে।
বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম ১২ এবং জাকির হাসান ১১ রানে ব্যাট করছেন। কোন সমস্যা ছাড়াই ১২ ওভারে দিন শেষ করেন তাঁরা। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিচের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বোলাররা সহায়তা পাবে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার