অলস্পোর্ট ডেস্ক: বল হাতে তাঁর দুর্দান্ত প্রদর্শনের পরে, মহম্মদ শামি শুক্রবার ইন্দোরে রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে ব্যাট হাতেও নিজেকে আরও একবার প্রমাণ করলেন।
তাঁর চার উইকেটের পর, শামি ৩৬ বলে দু’টি চার এবং দু’টি ছক্কার সাহায্যে দ্রুত ৩৭ রান করে বাংলার রানাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। তিনি ছাড়াও এদিন রান পেলেন ঋত্বিক চট্টোপাধ্যায় (৫২) এবং ঋদ্ধিমান সাহা (৪৪)। যার ফলে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান তুলতে সক্ষম হয়।
জয়ের জন্য ৩৩৮ রান তাড়া করে, মধ্যপ্রদেশ, তাদের দ্বিতীয় ইনিংসে, তৃতীয় দিনের শেষে ১৫০/৩-এ থেমেছে। এদিন শামি, রোহিত কুমার এবং শাহবাজ আহমেদ একটি করে উইকেট পান।
এর আগে, তাদের প্রথম ইনিংসে ২২৮ রান করার পরে, বাংলা মধ্যপ্রদেশকে ১৬৭ রানে অলআউট করে দিয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার