অলস্পোর্ট ডেস্ক: বুধবার ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ সি-র ম্যাচে বাংলার হয়ে ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হল ভারতীয় পেসার মহম্মদ শামির। তবে ১০ ওভার বল করেও উইকেটহীন থাকলেন তিনি। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে মধ্যপ্রদেশ তাদের প্রথম ইনিংসে ২২৮ রানে বাংলাকে অলআউট করার পর দিনের শেষে ১০৩/১-থামে। কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলার অবশ্যই জয় দরকার। ঈশান পোড়েল এবং ঋষভ বিবেকের চোট এবং মুকেশ কুমার ও আকাশদীপ জাতীয় দলে থাকায় সবার নজর রয়েছে শামির দিকেই। তাঁর নিজেকে প্রমাণ করার পাশাপাশি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে।
হোলকার স্টেডিয়ামের সবুজ-ট্র্যাকে বোলিংয়ে ফেরার আগে, ৩৪ বছর-বয়সী শামি, যিনি তাঁর বাঁ পায়ে অ্যাকিলিস টেন্ডন ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন। যার জন্য তাঁকে অস্ত্রোপচারও করতে হয়েছিল। ১৯ নভেম্বর ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে ফিরে তাঁর পরিসংখ্যান ১০-১-৩৪-০।
এদিন প্রথম স্পেলে চার ওভার বল করেছিলেন শামি, ১৬ রান দিয়েছিলেন। সেই স্পেলে তিনি তিনটি চার দেন এবং ১৭টি ডট বল করেন।
তাঁর দ্বিতীয় স্পেলটি ৬-১-১৮-০-এর পরিসংখ্যানের সঙ্গে কিছুটা ভাল ছিল। শামির ফিটনেস বিসিসিআই থিঙ্ক-ট্যাঙ্ক দ্বারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে, এই আশায় যে একটি শক্তিশালী পারফরম্যান্স তাঁকে ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হতে চলা হাই-প্রোফাইল বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দলে জায়গা দেবে।
এই ম্যাচে শামি প্রথমবার তাঁর ছোট ভাই মহম্মদ কাইফের সঙ্গেও খেললেন, যিনি মধ্যপ্রদেশ ইনিংসের একমাত্র উইকেটটি নেন। ওপেনার হিমাংশু মন্ত্রীকে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরান তিনি। এদিন বাংলার হয়ে অভিষেক হয় রোহিত কুমারের। তাঁর হাতে টুপি তুলে দিলেন মহম্মদ শামি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার