অলস্পোর্ট ডেস্ক: একাই নিলেন ছয় উইকেট। তাঁর বোলিংয়ের দাপটে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। মে প্রোটিয়ারা ঘরের মাঠে প্রথম টেস্টে দাঁড়াতেই দেয়নি, এদিন সেই দলই টেস্ট ক্রিকেটে ১০০ রানের ঘন্ডই পার করতে পারল না। তবে দক্ষিণ আফ্রিকা-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন লেখা থাকবে মহম্মদ সিরাজের নামেই। এদিন তিনি ৯ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ছয় উইকেট।
বুধবার প্রথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনো ব্যাটারই ব্যক্তিগতভাবে ২০ রানের গণ্ডিও পেরতে পারেননি। পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করতে নামা ডেভিড বেরিংহাম (১২) ও কেইল ভেরেইন (১৫) ছাড়া আর কেউ ১০ রানেরও গণ্ডি পার করতে পারেননি।
বাকিদের রানের তলিকাটা এরকম, আইদেন মারক্রাম ২, বিন এলগার ৪, টনি দে জর্জি ২, ত্রিস্তান স্টাবস ৩, মার্কো জানসেন ০, কেশব মহারাজ ৩, কাগিসো রাবাদা ৫, নান্দ্রে বুরগার ৪ রান করে আউট হন। ২৩.২ ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাঁর মধ্যে পাঁচ রান এক্সট্রা। ১০ জনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫০ রানই তুলতে সক্ষম হন।
মহম্মদ সিরাজ ছাড়াও এদিন ভারতের হয়ে দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





