অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সচিব জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেছেন। ভারতীয় বোর্ডে শাহের উত্তরসূরি নিয়ে আলোচনা যখন তীব্র হচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে তার বদলির নাম ইতিমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। শাহ আইসিসির দায়িত্ব গ্রহণ করলে, তাঁকে শুধু বিসিসিআই-এর সেক্রেটারি নয়, এসিসির চেয়ারম্যানের পদও ত্যাগ করতে হবে। একটি প্রতিবেদন অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি এসিসির নতুন বস হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নকভি এসিসির নতুন বস হিসাবে জয় শাহের জায়গায় বসতে চলেছেন এবং সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে এই বছরের শেষের দিকে ঘোষণা করা হবে।
পিটিআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, “এই বছরের শেষের দিকে যখন এসিসি বৈঠক করবে, তখন এটি নিশ্চিত করবে যে নকভি দুই বছরের মেয়াদের জন্য পরবর্তী সভাপতি হবেন। জয় শাহ যখন পদত্যাগ করবেন, তখন পিসিবি প্রধান দায়িত্ব নেবেন।”
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির নতুন বস নির্বাচিত হওয়ার পর শাহ বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়ে আমি আপ্লুত।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার