অলস্পোর্ট ডেস্কঃ আইপিএল বিশ্বজুড়ে নিঃসন্দেহে সব থেকে দামী টি২০ ক্রিকেট লিগ। এই লিগকে সবচেয়ে লাভজনক লিগ হিসেবেও ধরা হয়। বিসিসিআই এই লিগের ফ্র্যাঞ্চাইজি থেকে প্রচুর আয় করে এবং এই খেলায় ভক্ত সংখ্যা সব থেকে বেশি। উভয়দিক থেকেই বিশ্বের আর কোনও ক্রিকেট লিগ নেই যা আইপিএল-এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। আইপিএলের জনপ্রিয়তা এবং আয় এমনকি ফ্র্যাঞ্চাইজি গুলোর ব্র্যান্ড ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেড়েছে। কিন্তু প্রশ্ন হল কোন দলের ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি?
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস আইপিএল-এর সব থেকে দামি ফ্র্যাঞ্চাইজির তকমা পেল। হলিয়ান লোকের রিপোর্ট অনুযায়ী চেন্নাই সুপার কিংস-কে আইপিএল-এর ‘‘সবচেয়ে মূল্যবান’’ ফ্র্যাঞ্চাইজি হিসেবে বেছে নেওয়া হয়েছে। দলটির ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে ২১২ মিলিয়ন মার্কিন ডলার। যা অন্য সব দলের থেকে বেশ খানিকটা এগিয়ে।
হলিয়ান লোকের প্রকাশিত একটি প্রতিবেদনে আইপিএল-এর মোট ১০টি ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালুর মূল্যায়ণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ২১২ মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এরপর রয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৯৫মিলিয়ন ডলার) এবং রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স(১৯০মিলিয়ন ডলার)।
২০২২-এ সিএসকের ব্র্যান্ড ভ্যালু ছিল ১৪৬ মিলিয়ন ডলার। ২০২৩-এ ৪৫.২% বেড়ে হয়েছে ২১২ মিলিয়ন ডলার। আরসিবির ব্র্যান্ড ভ্যালু ৫২.৩% বেড়ে ১২৮মিলিয়ন ডলার থেকে হয়েছে ১৯৫ মিলিয়ন ডলার। মুম্বই ইন্ডিয়ান্সের ৩৪.৮% বেড়ে হয়েছে ১৯০ মিলিয়ন ডলার। কেকেআর-এর ১২২ ডলার থেকে বেড়ে হয়েছে ১৮১ ডলার। দিল্লি ক্যাপিটালসের ৬০.২% বেড়ে ৮৩ মিলিয়ন ডলার থেকে হয়েছে ১৩৩ মিলিয়ন ডলার।
সান রাইজ হায়দরাবাদের বেড়েছে ৫৮.০২%। রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ১০০ শতাংশেরও বেশি প্রায় ১০৩.৪% যা ৫৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ডলার। পঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু ৬৩ মিলিয়ন ডলার থেকে ৪২.৮৫% বেড়ে হয়েছে ৯০ মিলিয়ন ডলার। এবারের আইপিএল-এ নতুন দুই দল, গুজরাট টাইটান্সের ব্র্যান্ড ভ্যালু ১২০মিলিয়ন ডলার এবং লখনউ সুপার জায়ন্টসের ব্র্যান্ড ভ্যালু ৮৩ মিলিয়ন ডলার।
সিএসকের জোড়া সাফল্যের কথা উঠে এসেছে এই রিপোর্টে। আইপিএল-এর সব থেকে সফল দল হওয়ার পাশাপাশি, সব থেকে দামি ফ্র্যাঞ্চাইজি ও ফ্যানের তালিকাও বাকিদের থেকে অনেক বেশি। এই সফলতার সব থেকে বড় কারণ মহেন্দ্র সিং ধোনি। ঠিক তেমনই আরসিবির এত ভক্তের অন্যতম কারণ বিরাট কোহলি।
একটি রিপোর্টে বলা হয়েছে, ‘‘চেন্নাই সুপার কিংস আইপিএল-এ নিজেদের দলকে একটা আইকনিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই দল আইপিএল-এর সবচেয়ে ধারাবাহিক দল। সিএসকে লিগের ১৪ মরসুমের মধ্যে ১০ বারের ফাইনালিস্ট এবং পাঁচবার চ্যাম্পিয়ন এই দল।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





