অলস্পোর্ট ডেস্ক: আইপিএল-এ ঘরের মাঠে হয়তো শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি । রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ধোনিদের প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ঘরের মাঠে শেষ ম্যাচটা হেরেই শেষ করতে হল মাহিকে। ম্যাচ হারলেও চিপক স্টেডিয়াম জুড়ে মাহি মাহি চিৎকারটা একই ছিল। বরং এই পর্ব জুড়ে ছিল একরাশ হতাশা। সত্যিই কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন মাহি? ম্যাচ শেষে তিনি যা করলেন তাতে যেন সেই বার্তাকেই নিশ্চিত করা হল। ম্যাচ শেষে পুরো মাঠ ঘুরলেন, ফ্যানদের ভালবাসাকে যেন শেষ বারের মতো ছুঁয়ে দেখলেন। মাঠের নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাত মেলালেন। তবে চেন্নাই সুপার কিংস যদি প্লেঅফের যোগ্যতা অর্জন করে তাহলে আর একবার এই চিপকের মাঠে নামবেন এমএস ধোনি। তাই এখনই বলা যাচ্ছে না, এটাই শেষ।
এদিন মাঠ ঘুরতে ঘুরতে র্যাকেট দিয়ে বল পাঠালেন গ্যালারিতে। দর্শকদের উদ্দেশে ছুঁড়ে দিলেন জার্সি। এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে দিয়েই যেন বার্তা পৌঁছে গেল ক্রিকেট মহলে। আইপিএল-এ শেষ হতে চলেছে মাহি যুগ। দেশের জার্সি খুলে রেখেছেন অনেকদিন আগেই। প্রথমে টেস্ট তার পর ওডিআই, টি২০। ছিল শুধু আইপিএল, সেটার শেষে মাহিহীন হয়ে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট।
তার মধ্যেই ঘটল এক অভূতপূর্ব ঘটনা। ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার হাজির ছিলেন ধারাভাষ্যের কাজে। ধোনি যখন মাঠ ঘুরে ফ্যানদের ভালবাসা কুড়োচ্ছেন তখনই ছুটে এলেন তিনি। এক্কেবারে সামনে। তাঁর সঙ্গে ধাক্কাও খেলেন। পরে অবশ্য গাভাস্কারকে জড়িয়ে ধরলেন ধোনি। তাঁর শার্টে অটোগ্রাফও দিলেন। তার পর আবার এগিয়ে গেলেন সামনের দিকে। ধোনির বিদায়কে ভেবে গোটা মাঠের পরিবেশ তখন বিষন্ন। হার-জিৎ ভুলে ধোনি বন্দনায় মেতে উঠেছিল গোটা মাঠ।
ম্যাচ হারের কারণ হিসেবে ধোনি অবশ্য শিশিরকেই দায়ী করলেন। তিনি বললেন, ‘‘শিশিরই দ্বিতীয় ইনিংসে পার্থক্যটা গড়ে দিল। আমরা আমাদের বোলারদের দায়ী করতে পারব না। কারণ পরিস্থিতি ম্যাচের উপর বিপুল প্রভাব ফেলেছে।’’ ছয় উইকেটে কেকেআর-এর কাছে হারতে হয় চেন্নাই সুপার কিংসকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com