Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটআইপিএল শুরুর আগে চিন্তা ধোনিকে নিয়ে

আইপিএল শুরুর আগে চিন্তা ধোনিকে নিয়ে

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের শেষলগ্নের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। এর মধ্যেই চেন্নাই দলের চিন্তা বেড়ে গিয়েছে কয়েকগুণ। সম্প্রতি অনুশীলনের সময় দেখা গেল বাম পায়ে কিছুটা খুঁড়িয়ে হাঁটছেন ধোনি। প্রস্তুতিতে দৌড়নোর সময় তাঁকে খোঁড়াতে দেখা যায়।

ভারতীয় ক্রিকেটে অন্যতম ফিট প্লেয়ার হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। তাঁর গতি অনেক তরুণ প্লেয়ারকে হার মানিয়ে দেয়। ৪১ বছর হয়ে গেলে তিনি এখনও ফিটনেসের দিক থেকে যেকোনও তরুণ প্লেয়ারকে হারাতে পারবেন। বর্তমানে তিনি আইপিএল বাদে আর ক্রিকেট খেলেন না। ফলে আইপিএলে খেলতে এবার তিনি বাকিদের থেকে আগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। স্পোর্টসস্টারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ধোনি তাঁর বাম পায়ে একটি নি ক্যাপ বেঁধেছিলেন। প্রথমে তিনি নেটে নামতে চাননি। পরে নি ক্যাপ বেঁধে তিনি নামেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটা চেন্নাইয়ের স্টেডিয়ামে ধোনির প্রথম মরশুম হতে চলেছে। কিন্তু ধোনি নামলেও তাঁর চোট নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

এখন প্রশ্ন হল ধোনি যদি খেলতে না পারেন তাহলে সিএসকের পরবর্তী অধিনায়ক কে হবেন ? এখানেই উঠে আসছে বেন স্টোকসের নাম। ধোনি চোটের জন্য খেলতে না পারলে স্টোকসের হাতেই অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হবে। কিন্তু চেন্নাই শিবির এখনও আশাবাদী এরকম কিছুই হবে না। আইপিএল শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন মাহি।           

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments