অলস্পোর্ট ডেস্কঃ চেন্নাই সুপার কিংস দলের হয়ে পঞ্চম আইপিএলের শিরোপা জিতেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে প্রায় সবকটি আইসিসি ট্রফি জিতেছেন তিনি।পঞ্চম শিরোপা জয়ের রাতেই তিনি জানিয়ে দিয়েছেন আরও একটি মরশুমে খেলতে চান। গোটা আইপিএল জুড়েই তাঁর বাঁ-হাঁটু তাঁকে খুব ভুগিয়েছে।
হাঁটুর চোট নিয়েই তিনি খেলেছেন গোটা টুর্নামেন্ট। ফলে দুই উইকেটের মাঝে দৌড়াদৌড়ি করতেও যথেষ্ট অসুবিধাতে পড়তে হয়েছে তাঁকে। হাঁটুতে ব্রেস লাগিয়ে গোটা টুর্নামেন্টে খেলেছেন তিনি। ইতিমধ্যেই আইপিএল শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর বাঁ-হাঁটুর বিষয়ে ইতিমধ্যেই ডাক্তারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। বাঁ-হাঁটুর অস্ত্রোপচারের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা করছেন ডাক্তারদের সঙ্গে।
ধোনি নিজেকে ১০০ শতাংশ ফিট করার লড়াই চালাচ্ছেন। আর সেই লক্ষ্যে তিনি এই অস্ত্রোপচার করাতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই সিদ্ধান্ত খুব দ্রুত তিনি নেবেন না বলেই মনে হয়।৪২ বছর বয়সে তাঁর এই অপারেশন এবং তাঁর পরবর্তীতে রিহ্যাবে তাঁর যথেষ্ট সময় লাগতে পারে, সেকথাও মাথাতে রাখতে হচ্ছে। তবে সিদ্ধান্ত ধোনির উপরেই ছাড়া হয়েছে। সিএসকের ম্যানেজমেন্টের তরফে এই বিষয়ে ধোনির সিদ্ধান্তের উপর আস্থা রাখার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত সদ্য শেষ হওয়া আইপিএলে অনেকটাই ফিনিশারের ভূমিকায় খেলেছেন তিনি। শেষ দিকে নেমে ৫-১০ বলে ২০-৩০ রান করেছেন তিনি। পাশাপাশি উইকেটের পিছনে থেকে একের পর এক অনবদ্য সিদ্ধান্তে ঘায়েল করেছেন বিপক্ষকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার