অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫ শুরুর এক সপ্তাহ আগেই শেষ হল ডব্লুপিএল ২০২৫। শনিবার মুম্বইয়ে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এদিন টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মুম্বই ১৪৯-৭-এ শেষ করে।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। তাও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় দিল্লির মেয়েরা। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ বল পর্যন্ত লড়াই শেষে ৮ রানে জিতে এবারের ডব্লুপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মেয়েরা।
শনিবার ডব্লুপিএল ২০২৫ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বইয়ের দুই ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথুস দলের জন্য ভিত তৈরি করতে ব্যর্থ হন। ইয়াস্তিকা ৮ ও হেইলি ৩ রানে ফিরে যাওয়ার পর তিন ও চার নম্বর নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেমন শিভার ব্রান্ট ও ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে হরমনপ্রীতের ব্যাট থেকেই। ৪৪ বলে ন’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৬ রান করেন। তার পরই দ্বিতীয় সর্বোচ্চ রান ব্রান্টের ২৮ বলে ৩০।
এছাড়া আমেলিয়া কের ২, সজীভন সাজানা ০, জি কমলিনী ১০ রান করে আউট হয়ে যান। ১৪ রানে অমনজোত কৌর ও ৮ রানে সংশ্কৃতি গুপ্তা অপরাজিত থাকেন। সাত উইকেট হারিয়ে ১৪৯ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। দিল্লির হয়ে দুটো করে উইকেট নেনমারিজানে কাপ, জেস জোনাসেন ও শ্রী চরনি। এক উইকেট আনাবেল সাদারল্যান্ডের।
১৫০ রানের লক্ষ্যে নেমে জয়ের রানে পৌঁছতে ব্যর্থ হয় দিল্লি। দুই ওপেনার মেগ ল্যানিং ১৩ ও শাফালি ভর্মা ৪ রান করে আউট হয়ে যান। এর পর জেস জোনাসেন ১৩, জেমিমা রডরিগেজ ৩০, আনাবেল সাদারল্যান্ড ২, মারিজেন কাপ ৪০, সারা ব্রেস ৫, শিখা পাণ্ড্যে ০, মিন্নু মানি ৪ রান করে আউট হন। শেষ বেলায় দুরন্ত লড়াই দেন নিক্কি প্রসাদ। শেষ বলে দরকার ছিল ১০ রান। যা অসম্ভব ছিল। এক রানই নিতে পারেন তিনি। ২৫ রানে অপরাজিত থাকেন নিক্কি। ৩ রানে অপরাজিত থাকেন শ্রী চরনি। ২০ ওভারে ১৪১-৯-এ থামতে হয় দিল্লিকে।
মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন শিভার ব্রান্ট। দুই উইকেট নেন আমেলিয়া কের। একটি করে উইকেট নেন শাবনিম ইসমায়েল, হেইলি ম্যাথুস ও সাইকা ইশাক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার