অলস্পোর্ট ডেস্ক: হরিয়ানার বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল লাহলি থেকে কলকাতায় স্থানান্তরিত করল বিসিসিআই। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত কোয়ার্টার ফাইনাল পাঁচ দিনের হবে। যদিও ভেন্যু পরিবর্তনের কোনও কারণ জানা যায়নি, তবে জানা গিয়েছে যে উত্তরাঞ্চলে শীত কমলে লাহলিতে সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকে যা ক্রিকেটের জন্য সঠীক পরিবেশ নয় এবং খেলাকে প্রভাবিত করতে পারে। “হ্যাঁ, আমাদের সঙ্গে বিসিসিআইয়ের তরফে যোগাযোগ করে জানানো হয়েছে যে হরিয়ানার বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ইডেন গার্ডেনে খেলা হবে,” মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি অজিঙ্ক নায়েক বুধবার পিটিআইকে বলেছেন।
মুম্বই দল, যার দখলে ৪২টি রঞ্জি শিরোপা রয়েছে। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার শিবম দুবে, শার্দুল ঠাকুর এবং অধিনায়ক অজিঙ্ক রাহানের মতো তারকারা রয়েছেন দলে ।
হরিয়ানা দলের শিরোনামে থাকবেন সীম-বোলিং সেনসেশন আনশুল কাম্বোজ।
অন্য তিনটি কোয়ার্টার ফাইনাল রাজকোট (সৌরাষ্ট্র বনাম গুজরাট), নাগপুর (বিদর্ভ বনাম তামিলনাড়ু) এবং পুনে (জম্মু ও কাশ্মীর বনাম কেরালা)-তে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার