Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩নরেন্দ্র মোদী ভারতের ড্রেসিংরুমে গিয়ে প্লেয়ারদের উৎসাহিত করলেন, দেখুন ভিডিও

নরেন্দ্র মোদী ভারতের ড্রেসিংরুমে গিয়ে প্লেয়ারদের উৎসাহিত করলেন, দেখুন ভিডিও

অলস্পোর্ট ডেস্ক: রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনালের অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। সেই ম্যাচ দেখতে মাটে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন অমিত শাহ। যদিও ম্যাচটি ভারত হেরে যাওয়ার গোটা দল হতাশায় ডুবে যায়। ড্রেসিংরুমেও ছিল পুরো শান্তি। সেই সময়ই সেখানে পৌঁছন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। সকলের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। সবাইকে আশ্বস্ত করেন তিনি। তাতেই কিছুটা হাসি ফোটে প্লেয়ারদের মুখে।

তিনি বলেন, “আপনারা টানা ১০টা ম্যাচ জিতে এখানে পৌঁছেছেন, এমনটা তো হয়েই থাকে। সবাই হাসুন, আপনাদের সবাইকে দেখছে। আমি ভাবলাম সবার সঙ্গে দেখা করে নিই। “হোতা হ্যায় (এমনটা ঘটে),” তিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলির হাত ধরে বলেন।

রবীন্দ্র জাদেজা থেকে যশপ্রীত বুমরাহ সবার সঙ্গেই এক এক করে কথা বলেন তিনি। শীর্ষ উইকেট শিকারী হিসাবে টুর্নামেন্ট শেষ করা মহম্মদ শামির কাছে এসে প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেন। “আরে শামি, অনেক ভাল করেছেন এবার,” তিনি বললেন। বুমরাহকে তিনি জিজ্ঞেস করেন, “আপনি গুজরাটি বলতে পারেন?” উত্তরে বুমরাহ বলেন, ‘‘একটু’’।

ভিডিওতে পিএম মোদী আরও বলেন, “আপনারা সত্যিই কঠোর পরিশ্রম করেছেন এবং অসাধারণ খেলেছেন। শুধু একসঙ্গে থাকুন এবং একে অপরকে অনুপ্রাণিত করুন। এছাড়াও, আপনারা যখনই ফ্রি থাকবেন তখন দিল্লিতে আসুন, আবার দেখা হবে। আপনারা সবাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রিত।”

ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে অপরাজিত ছিল, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ার আগে ১০টি ম্যাচ জিতেছিল। তাই হয়তো প্রত্যাশাটাও অনেক বেড়ে গিয়েছিল। যে কারণে হতাশাটাও অনেক বেশি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments