অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এখন ক্রিকেটের শিরোনামে। ২০২৩ অ্যাশেজ চলাকালীন কেভিন পিটারসন নাথান লিয়ঁ-র চোট নিয়ে নিজের কিছু মতামত দিয়েছিলেন। তাতেই তিনি হয়ে উঠেছেন আলোচনার প্রধান বিষয়। যে পিটারসনকে শিরোনামে দেখায়ই যেত না এখন তিনি চর্চার প্রথম সারিতে। তাঁর প্রজন্মের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। বিশেষজ্ঞ হিসেবে ২০২৩-এর অ্যাশেজে রয়েছেন তিনি।
লর্ডসে টেস্ট চলাকালীন নাথান লিয়ঁ চোট পান। এই অবস্থাতেও তিনি ব্যাট করতে নেমেছিলেন দলের হয়ে কিছু রান বাড়িয়ে দেওয়ার জন্য। আর তা নিয়েই মন্তব্য করেন পিটারসন। কারণ লিয়ঁর এই ঝুঁকি নেওয়া মোটেও মেনে নিতে পারেননি তিনি। তিনি বলেন, এটা অস্ট্রেলিয়ার চক্রান্ত। কারণ তাঁরা জানতেন এরকম পরিস্থিতিতে বিকল্প হিসাবে লিয়ঁ মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়লে বিকল্প কাউকে নামানো হবে।
পিটারসন বলেছেন, “একবার ভেবে দেখুন, লিয়ঁ যদি মাথায় বড়সড় আঘাত পেতেন তাহলে তাঁর বদলে অন্য কোনও ক্রিকেটারকে নেওয়া হত। সেক্ষেত্রে দলের পারফরমেন্সের ওপর ভিত্তি করেই তাঁর বদলে একজন বিশ্বমানের স্পিনার মারফিকে খেলার সুযোগ দেওয়া হত।’’
পিটারসনের কথার জবাবে লিয়ঁ তাঁকে ফিল হিউজের কথা মনে করিয়ে দিয়েছেন। বলেন, তিনি বা তাঁর দল কখনওই মাথায় আঘাত পাওয়া কাউকে মাঠে নামানোর ঝুঁকি নেয়নি। লিয়ঁ বলেন, ‘‘চোট খেলার একটা অংশ তা কখনওই টেস্ট ম্যাচের থেকে গুরুত্বপূর্ণ নয়। আমি শুনেছি যে আমি নাকি মাথায় চোট পাওয়ার জন্য নেমেছিলাম, কিন্তু আমি এর বিরুদ্ধে। আমি আমার এক বন্ধুকে হারিয়েছি মাথায় চোট পাওয়ার জন্য। যদি সত্যি জানতে চান, আমার মনে হয় এটি খুব খারাপ আলোচনা।’’
তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয় পেশির হালকা চোটের জন্য বিকল্প ব্যবহারের অনুমতি দেওয়া হয়। কিন্তু মাথায় আঘাত খুব বড় ঝুঁকি, কিন্তু অন্য চোটের জন্য ‘না’ এটা আমার মত।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার