অলস্পোর্ট ডেস্ক: আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর যোগ্যতা অর্জন করে ফেলল নেদারল্যান্ডস। ভারতে ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দশম দল নেদারল্যান্ডস। বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় বৃহস্পতিবার স্কটল্যান্ডকে হারিয়ে তারা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান তোলে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে নেদারল্যান্ডসকে ৪৪ ওভারে স্কটল্যান্ডের দেওয়া লক্ষ্যে পৌঁছতে হত। তারা ৪২.৫ ওভারে সেই লক্ষ্যে পৌঁছে যায়। বাস ডি লিডের ৯২ বলে ১২৩ এই লক্ষ্যে নেদারল্যান্ডসকেে পৌঁছে দিতে বড় ভূমিকা নেয়।
টস জিতে এদিনে প্রথমে স্টকল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল না হলেও পরে হাল ধরে নেয় স্কটল্যান্ডের টপ অর্ডার। ওপেন করতে নেমে ক্রিস্টোফার ম্যাকব্রিড ৩২ রান করে আউট হন। তার আগে অবশ্য কোনও না করেই ফিরে গিয়েছেন ম্যাথু ক্রস। তিন নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। ১১০ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে যান অধিনায়ক রিচি বেরিংটন। ৬৪ রান করেন তিনি।
এছাড়া জর্জ মুনসে ৯, মাইকেল লিসক ১, ক্রিস গ্রিভস ১৮, মার্ক ওয়াট ০, সাফিয়ান শরিফ ২ রান করে আউট হন। ৩৮ রানে অপরাজিত থাকেন টমাস ম্যাকিনটোস। ৫০ ওভারে ২৭৭-৯-এ থামে স্কটল্যান্ড। নেদারল্যান্ডসের হয়ে পাঁচ উইকেট তুলে নেন বাস দে লিড। দুই উইকেট নেন রায়ান ক্লেইন। এক উইকেট নেন লোগান ভ্যান বিক।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দিয়েছিলেন নেদারল্যান্ডসের দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডো। বিক্রমজিৎ ৪০ ও ম্যাক্স ২০ রান ফেরেন দলকে ৬৫ রানের ওপেনিং পার্টনারশিপ দিয়ে। তিন নম্বরে নেমে ১১ রান করেন ওয়েসলি বারেসি। লক্ষ্যটা তখনও অনেকটাই বেশি। সঙ্গে ওভার কম। সেখান থেকে চার নম্বরে নেমে দুরন্ত ব্যাটিং করে দলকে লক্ষ্যের কাছে পৌঁছে দেন বাস দে লিড। ৯২ বলে ১২৩ রানের ইনিংস খেলে রান আউট হন তিনি। এছাড়াতেজা নিদামানুরু ১০, স্কট এডওয়ার্ডস ২৫ রান করে আউট হন। ৩৩ রানে অপরাজিত থাকেন সাকিব জুলফিকার। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ছয় উইকেট হারিয়ে ২৭৮ রান তুলে নেয় নেদারল্যান্ডস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার