Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটChampions Trophy 2025: জমজমাট নতুন বিজ্ঞাপনেই লড়াই শুরু, দেখুন ভিডিও

Champions Trophy 2025: জমজমাট নতুন বিজ্ঞাপনেই লড়াই শুরু, দেখুন ভিডিও

অলস্পোর্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে কম জলঘোলা হয়নি। যা এখনও চলছে বিভিন্ন বিষয় নায়ে। আর পুরোটাই ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করেই হচ্ছে। তবে সেই সব জটিল বিষয়কে বাদ দিলে টুর্নামেন্ট নিয়ে সর্বশেষ বিজ্ঞাপনটি ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে অন্য মাত্রা দিয়েছে। বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে হার্দিক পাণ্ড্যে ও শাহীন আফ্রিদির লড়াই। বিজ্ঞাপনটিতে শাহীন, হার্দিক, ফিল সল্ট এবং মহম্মদ নবীকে দেখা যাচ্ছে। বিজ্ঞাপনটি জাদুঘর লুঠ করার মডেলকে তুলে ধরেছে। যেখানূ রাখা রয়েছে ট্রফি। আর সব খেলোয়াড়দের লক্ষ্য সেই ট্রফিকে ছোঁয়া। শাহীন যখন শাদাব খানের সাহায্যে সিলিং থেকে উল্টো হয়ে ঝুলছে, তখন হার্দিক কে দেখা যায় ট্রফি রক্ষাকারী লেজারকে এড়িয়ে পৌঁছতে। আফগানিস্তানের মহম্মদ নবী এবং ইংল্যান্ডের ফিল সল্টও একই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এই বিজ্ঞাপন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উত্তেজনাকে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে দিয়েছে।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জার্সির সমস্ত নির্দেশিকা অনুসরণ করবে, সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে আয়োজকদের মধ্যে।

নিয়ম অনুযায়ী সব অংশগ্রহণকারী দেশের জার্সিতে আয়োজক দেশসহ টুর্নামেন্টের লোগো লাগানো বাধ্যতামূলক। যদি সম্প্রতি ছড়িয়ে পড়েছিল বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে পাকিস্তানের নাম রাখবে না। তবে তা বোর্ডের তরফে বলা হয়নি। তবে এখন‌ জানা যাচ্ছে নিয়ম মেনেই জার্সি হবে ভারতের।

সাইকিয়া বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ চলাকালীন বিসিসিআই আইসিসি-এর জার্সি নির্দেশিকা অনুসরণ করবে”।

আট দলের এই টুর্নামেন্টে ১৫টি ৫০-ওভারের ম্যাচ হবে এবং তা পাকিস্তান ও দুবাইয়ে খেলা হবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের অভিযান শুরু করবে। ভারতের শেষ লিগ ম্যাচটি ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে হবে।

টুর্নামেন্টের গ্রুপ এ-তে বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ রয়েছে। যেখানে গ্রুপ বি-তে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments