Saturday, February 15, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটড্রিম ১১ -এর লোগো এবার ভারতীয় জার্সিতে

ড্রিম ১১ -এর লোগো এবার ভারতীয় জার্সিতে

অলস্পোর্ট ডেস্ক: এবার রোহিত, বিরাটদের জার্সিতে বাইজুসের বদলে ড্রিম ১১। শনিবার বিসিসিআই তাদের নতুন স্পনসরের নাম ঘোষণা করে দিল। বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে দেখা যাবে এই ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ১১-কে। বোঝাই যাচ্ছে বর্তমা‌ন  স্পনসরের সঙ্গে তুলনামূলক বেশি টাকার চুক্তি করেছে বোর্ড। যদিও তার পরিমাণ কত তা বোর্ডের তরফ থেকে খোলসা করা হয়নি। কিছুদিন আগেই নতুন স্পনসরের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

স্পনসরদের মধ্যে বেশ কিছু সময় ধরে ড্রিম ১১ রয়েছে সবার ওপরে। বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, ‘‘ড্রিম ১১-কে অভিনন্দন। আবার বোর্ডের সঙ্গে কাজ করার জন্য স্বাগত। বিসিসিআইয়ের অফিসিয়াল স্পনসর থেকে লিড স্পনসর। বিসিসিআইয়ের সঙ্গে ড্রিম ১১-এর পার্টনারশিপ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। ভারতীয় ক্রিকেট সবসময় ভরসা, গুরুত্ব, দক্ষতা এবং ভারতীয় ক্রিকেটের উন্নতিকে এগিয়ে রাখে। এই বছরের শেষের দিকে আমরা আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে চলেছি। তার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বিসিসিআই। ভক্তদের পছন্দের দিকটা সবসময় মাথায় রাখতে হয়। আমি নিশ্চিত এই সম্পর্ক ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সাহায্য করবে।’’

ভারতীয় দলের জার্সিতে ড্রিম ১১-এর লোগো দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। এটিই ভারতের প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৫ -এর ম্যাচ।

যে কোনও জার্সিতে দেশের নাম ও স্পনসরের নাম থাকে। কিন্তু স্পনসররা যে পরিমাণ টাকা দেয় সেই অনুযায়ী তাদের লোগো গুরুত্ব পায় না কারণ দেশের নাম সেক্ষেত্রে বেশি নজর কেড়ে নেয়।

ড্রিম ১১-এর প্রধান কর্মকর্তা হর্ষ জৈন বলেন, ‘‘বিসিসিআইয়ের সঙ্গে ড্রিম ১১-এর সম্পর্ক অনেকদিনের। সেই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমরা উত্তেজিত৷ কোটি কোটি ভারতীয় ভক্তদের সঙ্গে ক্রিকেটের প্রতি ভালবাসা আমরা ভাগ করে নিতে পেরে খুশি। শুধু তাই নয় জাতীয় দলের প্রধান স্পনসর হওয়া আমাদের জন্য গর্বের।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments