নিজস্ব সংবাদদাতাঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে নতুন নজির গড়লেন শাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি টপকে গেলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ টিম সাউদিকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে শাকিব ২২ রানে ৫ উইকেট নিয়েছেন। এই ম্যাচের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশ অধিনায়কের মোট উইকেট হল ১৩৬টি। তিনি টপকে গেলেন নিউ জ়িল্যান্ডের সাউদিকে। আয়ারল্যান্ডের ব্যাটার জর্জ ডকরেলকে আউট করে নতুন কীর্তি গড়েছেন শাকিব। কিউয়ি বোলারের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেট সংখ্যা ১৩৪টি।
এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন শাকিব এবং সাউদি। সেই হিসাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির সতীর্থকে টপকে শীর্ষে উঠে এলেন শাকিব। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। তাঁর উইকেট সংখ্যা ১২৯। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ়ে ৩ উইকেট পেয়েছেন রশিদ। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় তিনিই শীর্ষে রয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেট সংখ্যার নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন ইস সোধি। তাঁর উইকেট সংখ্যা ১১৪টি। পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন বোলার লসিথ মালিঙ্গা। তাঁর উইকেট সংখ্যা ১০৭টি।