অলস্পোর্ট ডেস্ক: একটা টেস্ট ম্যাচের চার ইনিংসে একাধিকবার পট পরিবর্তন। শুরুতে মনে হচ্ছিল সহজেই জিতে যাবে নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে ঘুরে দাঁড়াল ভারত, তার পর যে তারা এভাবে হেরে যাবে সেটা হয়তো অনেক বড় হতাশাবাদীও ভাবেননি। কিন্তু সবার সব আশায় জল ঢেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হারের মুখ দেখতে হল ভারতকে, তাও আবার ঘরের মাঠে। আট উইকেটে হেরে সিরিজ শুরু করলেন রোহিত শর্মারা। সরফরাজ খান ও ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিং কাজে লাগল না।
১০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। পঞ্চমদিনটি পুরোই ছিল কিউইদের হাতে। যদিও বৃষ্টির ভ্রুকূটি ছিলই। তবে প্রকৃতি সদয় ছিল কিউইদের উপর। তাদের জয়ে পৌঁছতে কোনও বাঁধা হয়নি। চতুর্থদিনের শেষে ব্যাট করতে নেমে বৃষ্টির জন্য আগেই খেলা থামিয়ে দেওয়ায় সেদিন রানের খাতা খুলতে পারেনি নিউজিল্যান্ড। কিন্তু পঞ্চম দিনের শুরুতেই দুই ওপেনার টম লাথাম ০ ও ডেভন কনওয়ে ১৭ রানে আউট হয়ে যান। দিনের শুরুতেই উইকেট তুলে নেওয়া যদিও কাজে লাগাতে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। উইল ইয়ং ৪৮ ওও রাচিন রবিন্দ্র ৩৯ রানে অপরাজিত থাকেন এবং ২৭.৪ ওভারে ১১০-২ রান নিয়ে জয় তুলে নেয়। ম্যাচের সেরা হয়েছেন রাচিন রবিন্দ্র।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চারদিনই খেলা হওয়া সম্ভব হয়। কারণ প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরু করাই সম্ভব হয়নি। দ্বিতীয় দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এই ম্যাচের প্রথম ইনিংসে যেভাবে ভারত ধরাশায়ী হয়, যা ভুলতে চাইবে টিম্যানেজমেন্ট। মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যায় ভারত। ভারতের ব্যটিং ধসে পড়ার পিচেই ৪০২ রানের বিরাট ইনিংস খেলে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের বিপর্যয়ের কারণ নিয়ে কাটাছেড়া তো নিশ্চই হবে কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের ঘুরে দাঁড়ানোর পর তা দ্বিগুন বাড়বে নিশ্চিত। দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডার ব্যাটাররা সকলেই রান পান। সেই তালিকায় যেমন রয়েছে রোহিত শর্মাার ফর্মে ফেরা তেমনই রয়েছে মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটিং। যার জেড়ে ৪৬ রানে অলআউট হয়ে যাওয়া দলটি ৪৬২ রানের ইনিংস খেলে। যদিও তা যথেষ্ট ছিল না। মাত্র ১০৭ রানের ব্যবধান ও পুরো একটা দিন হাতে নিয়ে নেমেছিল নিউজিল্যান্ড। যা সহজেই করে ফেলে তারা। এই ক্ষেত্রে ভারতীয় বোলারদের অনেক বেশি দায়িত্ব নিতে হত। কিন্তু তেমনটা হয়নি। একমাচ্র যশপ্রীত বুমরাহ দুই উইকেট নেন। বাকিদের ভাড়ার শূন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার