অলস্পোর্ট ডেস্ক: প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের ইনিংস খেলল ভারতের ব্যাটাররা। শনিবার ম্যাচের চতুর্থদিন ভারত ব্যাট করতে নামে ২৩১-৩ নিয়ে। আগের দিনই প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন যশস্বী, রোহিত ও বিরাট। তবে দলের টপ অর্ডার অনেকদিন পর ফর্মে। যা বিশ্ব টেস্ট সিরিজের লড়াইয়ে ভারতের জন্য সুখবর তো বটেই। এই ম্যাচেই রানে ফিরলেন অধিনায়কও। সব মিলে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে হতাশ করলেও ঘুরে দাঁরানো মনে হয় এটাকেই বলে। শেষদিন জিততে হলে কিউইদের করতে হবে ১০৭ রান।
এদিন সরফরাজ খান ব্যাট করতে নেমেছিলেন ব্যক্তিগত ৭০ রান সঙ্গে নিয়ে। উল্টোদিকে তাঁর সঙ্গে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাট হাতে নামেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যে পায়ে একাধিক অস্ত্রোপচারের সম্মুখিন হতে হয়েছিল সেই পায়েই চোট পেয়েছিলেন পন্থ। কিন্তু ব্যাট করতে নেমে সেই চেনা ছন্দে তিনি। যদিও আগেরদিন উইকেট কিপিং করতে দেখা যায়নি তাঁকে। তবে এদিন তাঁর ইনিংস যতটা সাফল্যের ততটাই হতাশারও। এক রানের জন্য সেঞ্চুরি কা থেকে বিরত থাকতে হয় তাঁকে। ১০৫ বলে ন’টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৯ রান করে বোল্ড হয়ে যান পন্থ।
তার আগে অবশ্য নিজের ফর্ম দেখিয়ে দিয়েছেন সরফরাজ। আশার আলোটা আগের দিনই জ্বালিয়ে দিয়েছিলেন তিনি। এদিন যখন তাঁর ব্যাট থামে তখন তাঁর নামের পাশে ১৫০ রানের ঝকঝকে ইনিংস লেখা হয়ে গিয়েছে। এই রানে পৌঁছতে তিনি ১৯৫ বলে ১৮টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকান। ভারতীয় দলের জন্য কেএল রাহুলের ফর্ম চিন্তার কারণ হতে পারে। এদিন ১২ রান কর আউট হন তিনি। এছাড়া রবীন্দ্র জাডেজা ৫, রবিচন্দ্রন অশ্বিন ১৫, যশপ্রীত বুমরাহ ০ ও মহম্মদ সিরাজ ০ রানে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ৯৯.৩ ওভারে ৪৬২ রানে অলআউট হয় ভারত।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুরকি।দুই উইকেট নেন আজাজ প্যাটেল। একটি করে উিকেট নেন টিম সাউদি ও গ্লেন ফিলিপস। জবাবে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে মাত্র চার বলই খেলার সুযোগ পান। তবে তার মধ্যে তাঁরা রানের খাতা খুলতে পারেননি। বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দেওয়া হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার