অলস্পোর্ট ডেস্ক: জোড়া সেঞ্চুরি দলের টপ অর্ডারের। আর তার ফলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর আবার মুখোমুখি দুই দল। এবার ট্রফির লড়াই। বুধবার লাহৌরে দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবারই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের দরজা খুলে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল। আর এদিন একই কাজ করল কিউইরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে তারা যখন থামে তখন দক্ষিণ আফ্রিকার সামনে অপেক্ষা করছিল রানের পাহাড়, যা টপকে যেতে পারেনি প্রোটিয়ারা।
নিউজল্যান্ডের হয়ে ওপেন করতে নেমে ২১ রানে আউট হয়ে যান উইল ইয়ং। এর পর তিন নম্বরে নামা কেন উইলিয়ামসকে নিয়ে শুরু হয় রাচিন রবীন্দ্রর বিধ্বংশী ব্যাটিং। তাঁদের ঝোড়ো ইনিংসের কোনও উত্তর ছিল না দক্ষিণ আফ্রিকার বোলরদের কাছে। রাচিন রবীনন্দ্র ১০১ বলে ১০৮ ও কেন উইলিয়ামসন ৯৪ বলে ১০২ রানের ইনিংস খেলেন। দলগত ৩৬২ রানের মধ্যে ২১০ রানই আসে এই দু’জনের ব্যাট থেকে। এছাড়া ড্যারেল মিচেল ৪৯, টম লাথাম ৪, মিচলে ব্রেসওয়েল ১৬ রান করে আউট হন। ৪৯ রানে গ্লেন ফিলিপস ও ২ রানে মিচেল সাঁতনার অপরাজিত থাকেন। ৪৫০ ওভারে ৩৬২-৬-এ থামে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সফল লুঙ্গি এনগিডি। তিন উইকে তুলে নেন তিনি। দুই উইকেট নেন কাগিসো রাবাদা। এক উইকেট নেন উইয়ান মুল্ডার। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১২-৯-এ থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। সেঞ্চুরি আসে দক্ষিণ আফ্রিকার পক্ষেও, কিন্তু তা যথেষ্ট ছিল না।
দক্ষিণ আফ্রিকার হয়ে রিয়ান রিকেলটন ১৭, তেম্বা বাভুমা ৫৬, রসি ভ্যান ডার সার ৬৯, আইদেন মারক্রাম ৩১, এনরিচ ক্লাসেন ৩, উইয়ান মুল্ডার ৮, মার্কো জানসেন ৩, কেশব মহারাজ ১, কাগিসো রাবাডা ১৬ রান করে আউট হন। যখন দ্রুত ফিরে যাচ্ছিলেন তাঁর দলের ব্যাটাররা তখনই হাল ধরার চেষ্টা করেন ডেভিড মিলার। ৬৭ বলে ১০টি বাউন্ডারি। চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রান করে অপরাজিত থাকেন। তবে কাজে লাগল না তাঁর অসাধারণ ইনিংস। নিউজিল্যান্ডের হয় তিন উইকেট নেন মিচেল সাঁতনর। দুটো করে উইকেট নেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস। একটি করে উইকেট নেন মিচেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র। ম্যাচের সেরা হয়েছেন রাচিন রবীন্দ্র।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার