অলস্পোর্ট ডেস্ক: একটি অভূতপূর্ব পদক্ষেপে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৫ মরসুমের সঙ্গে পরবর্তী আরও দুই আইপিএল মরসুমের শুরু ও শেষের দিন ঘোষণা করে দেওয়া হল। এমনটা আগে হয়নি। আইপিএল ২০২৫ শুরু হবে ১৪ মার্চ, ফাইনাল ২৫ মে। ২০২৬ আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে এর মধ্যে হবে, যেখানে ২০২৭ মরসুমটি ১৪ মার্চ থেকে ৩০ মে-এর মধ্যে হবে।
বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিদের একটি ইমেলে, আইপিএল টুর্নামেন্টের তারিখগুলিকে উইন্ডো হিসাবে নির্দিষ্ট করা হয়েছে, তবে সম্ভবত এটিই চূড়ান্ত তারিখ হতে পারে। ২০২৫ মরসুমে ৭৪টি ম্যাচ হবে, যা গত তিনটি মরসুমের মতোই। যদিও এই সংখ্যাটি ২০২২ সালে আইপিএল দ্বারা তালিকাভুক্ত ৮৪টি ম্যাচের থেকে দশটি কম যখন। ইতিমধ্যেই ২০২৩-২৭ চক্রের মিডিয়া স্বত্ত্বও বিক্রি হয়ে গিয়েছে বর্তমান ম্যাচের সংখ্যার উপর ভিত্তি করেই৷
নতুন স্বত্ত্ব চক্রের জন্য টেন্ডার নথিতে, আইপিএল প্রতি মরসুমে বিভিন্ন ম্যাচের তালিকা করেছে: ২০২৩ এবং ২০২৪-এ ৭৪টি ম্যাচ, ২০২৫ এবং ২০২৬-এ ৮৪টি ম্যাচ এবং ২০২৭ মরসুমের জন্য সর্বাধিক ৯৪টি ম্যাচ।
২০২৫ মরসুমের জন্য মেগা অকশনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। যা নিয়ে রীতিমতো টগবগ করে ফুটছে ক্রিকেট বিশ্ব। আগামী ২৪-২৫ নভেম্বর হবে এই নিলাম। এবারের নিলাম যে আকর্ষক হতে চলেছে তা নিয়ে কোনও সংশয় নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার