অলস্পোর্ট ডেস্ক: অলরাউন্ডার নীতীশ রেড্ডি চেন্নাইতে ২৪ জানুয়ারি অনুশীলন সেশনে সাইড স্ট্রেনের মুখে পড়েন। যার ফলে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে হল তাঁকে। রেড্ডিকে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের সাহায্য নিতে হবে এখন।
২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় রিঙ্কু সিংয়ে পিঠে সমস্যা দেখা দেয়। তিনি যদিও ভালই উন্নতি করছেন দ্বিতীয় টি২০-তে তাঁকে দলে রাখা হয়নি। এবং বিসিসিআই মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। আপাতত চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ থেকে তাঁকে বাইরে রাখা হয়েছে।
রেড্ডির ছিটকে যাওয়া ও রিঙ্কু অনিশ্চিত হয়ে পড়িয়ে শিবম দুবে এবং রমনদীপ সিংকে দলে অন্তর্ভুক্ত করেছে সিনিয়র নির্বাচক কমিটি। এদিকে শুক্রবার অনুশীলনে চোট পেয়েছিলেন অভিষেক শর্মাও। তবে তা যে গুরুতর ছিল না তাই দ্বিতীয় টি২০ ম্যাচের প্রথম একাদশেই প্রমাণ।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের আপডেটেড স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে, রিঙ্কু সিং, হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্থী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেট কিপার), শিবম দুবে, রমনদীপ সিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার