নিজস্ব সংবাদদাতাঃ পিঠের গুরুতর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সের পিঠের চোট এতটাই গুরুত্র যে, তাঁকে সম্ভবত অস্ত্রোপচার করাতে হবে। তাঁর বদলে কে হবে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক? শুরু হয়ে গিয়েছিল জল্পনা। অবশেষে নীতিশ রানার নাম ঘোষণা করল কেকেআর।
অনুশীলনে চোট পাওয়ার কারণে রানার খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে অধিনায়ক ছিলেন নীতিশ। ২০১৮ সাল থেকে তিনি কেকেআরের হয়ে খেলছেন। এর মধ্যে মোট ৭৪টি ম্যাচ খেলে ১৭৪৪ রান করেছেন রানা।গত মরশুমে দলের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান ছিল তাঁর, সম্ভবত ভারতীয় হওয়ার কারনেই তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নিল নাইটরা।
সুনীল নারিনের নাম উঠলেও যে বিষয়টি তাঁর বিপক্ষে গেল তা হল আবুধাবি নাইট রাইডার্সকে তিনি নেতৃত্ব দিলেও, তাদের ফল হতাশাজনক ছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে আইএলটি-টোয়েন্টির উদ্বোধনী মরশুমে আবুধাবি নাইট রাইডার্স ছয় দলের টুর্নামেন্টে ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছিল। আটটি ম্যাচেই তারা হেরেছিল। এবং লিগ টেবলের লাস্টবয় হয়ে শেষ করেছিল।