অলস্পোর্ট ডেস্ক: ২-০ ব্যবধানেই টি২০ সিরিজ জয় ভারতের। সিরিজ সেরা হয়ে ফিরছেন যশপ্রীত বুমরা । চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই সাফল্যের মুখ দেখলেন তিনি। টি২০-তে অধিনায়ক হিসাবে প্রথম দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে তাঁর দল। বৃষ্টির জন্য তৃতীয় ম্যাচে খেলাই হল না। প্রথম দুই ম্যাচের জয়েই সিরিজ জিতল ভারত।
বুধবার সিরিজ জিতে বুমরা বলেন, ‘‘আবার খেলার মাঠে ফিরে এসে ভাল লাগছে। কিন্তু একটা ম্যাচের জন্য এতক্ষণ অপেক্ষা করা সত্যিই বিরক্তিকর। সকালে আবহাওয়া ভালই ছিল। এমনটা হবে তা বোঝাই যায়নি।’’
তরুণ ক্রিকেটারদের নিয়েই আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। এই তরুণ দলই জয় এনে দিয়েছে ভারতকে। তাঁদের নেতৃত্ব দিতে পেরে বুমরা বলেন, ‘‘এই দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। সবাই মাঠে নামার জন্য মুখিয়ে ছিল। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সবাই খুশি হয়। আমিও তাই খুবই খুশি। এই দলকে নিয়ে আমার কোনও অভিযোগ নেই।’’
দলের প্রশংসায় বুমরা বলেছেন, ‘‘ক্রিকেটার হিসাবে সবাই দায়িত্ব নিতে পছন্দ করে। সবাই খুব ভাল ছিল। কারও ওপর আমার কোনও অভিযোগ নেই। ওদের আত্মবিশ্বাস আমার কাজকে আরও সহজ করে দিয়েছে। ওরাই আমাকে বলে দিত কখন কী করতে হবে।’’
আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং বলেন, ‘‘আমরাও ম্যাচে ইতিবাচক ছিলাম। এই খেলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ভারতের বিরুদ্ধে এতজন দর্শকের সামনে খেলতে পারার আলাদাই অনুভূতি। আমারা আরও বেশি খুশি হতাম যদি আজকে আরও নতুন মুখ থাকত। এখন আমাদের পরবর্তী দশ মাসে নিজেদের গড়তে হবে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার