অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেটে এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের তুলনা করা উচিৎ নয়। শর্ত, নিয়ম, প্রতিপক্ষ ও সুযোগ বিবেচ্য বিষয় হয় এক্ষেত্রে। কিন্তু তারপরও এই বিষয়টি সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকে। দীনেশ কার্তিক সম্প্রতি ক্রিকবাজে-এ ভারতীয় ক্রিকেটে তাঁর সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। ভিডিওটির ক্যাপশনে অবশ্য লেখা রয়েছে, “ডিকের শীর্ষ একাদশের সতীর্থদের তালিকা”। কার্তিক মন্তব্য করেছিলেন যে তাঁর পক্ষে সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। একাদশে উল্লেখযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের মধ্যে, যাঁদের সঙ্গে কার্তিক জাতীয় দলে খেলেছেন, তারা ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ এবং এমএস ধোনি।
কার্তিক ২০০৪-এ গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ভারতীয় ক্রিকেটের তারকাদের সঙ্গেই দলে অভিষেক করেছিলেন।
“আমি বীরেন্দ্র সেহবাগ এবং রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করব। ফর্ম্যাট জুড়ে ভাল ওপেনিং কম্বিনেশন। তিন নম্বরে থাকবেন রাহুল দ্রাবিড়। চার নম্বরে সচিন তেন্ডুলকর। পাঁচ নম্বরে বিরাট কোহলি। ছয় নম্বর কঠিন।” আমি ভাবছিলাম যে আমি দু’জন অলরাউন্ডার রাখব, যেভাবে ভারত তৈরি করছে। যুবরাজ সিং থাকবে। সাতে রবীন্দ্র জাডেজা, আট ও নয় নম্বরে রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলে, ১০-এ জাসপ্রিত বুমরাহ এবং ১১ নম্বরে থাকবেন জহির খান৷
“দ্বাদশ ব্যক্তি হবেন হরভজন সিং, এবং আমি অনেক খেলোয়াড়কে বাদ দিয়েছি। ১১ জনের মধ্যে আর কতজনকেই বা রাখতে পারব। তাই, এটি একটি সর্বকালের আমার সব ফর্ম্যাট জুড়ে সেরা একাদশ।”
প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক সম্প্রতি এসএ২০-র তৃতীয় মরসুমের জন্য পার্ল রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, যা তাঁকে ৯ জানুয়ারি থেকে শুরু হতে দক্ষিণ আফ্রিকান লিগে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে স্বীকৃতি দেবে। ৩৯ বছরের কার্তিক জুন মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। এই বছর এবং তারপর থেকে তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন মেন্টর-কাম-ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন।
“দক্ষিণ আফ্রিকায় খেলার এবং সফর করার অনেক স্মৃতি আমার আছে, এবং যখন এই সুযোগটি এসেছিল, আমি না বলতে পারিনি কারণ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসা এবং রয়্যালসের সাথে এই অবিশ্বাস্য প্রতিযোগিতায় জয়লাভ করা কতটা বিশেষ হবে,’’ বলেছেন কার্তিক। তিন ফর্ম্যাটেই তিনি ভারতের হয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার