Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটভারতীয় দল-এর কোনও ক্রিকেটার নন তিনি, ট্রফি তুললেন দলের থ্রো-ডাউন বিশেষজ্ঞ

ভারতীয় দল-এর কোনও ক্রিকেটার নন তিনি, ট্রফি তুললেন দলের থ্রো-ডাউন বিশেষজ্ঞ

অলস্পোর্ট ডেস্ক: রবিবার কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ ২০২৩ জিতে নিল ভারত। ২০১৩-এর পর ভারতের এটা বড় জয়। ভারতের এই জয়ের পিছনে যে শুধু ক্রিকেটারদের ভূমিকাই থাকে না আরও অনেকে থাকে সেটাই ম্যাচ জিতে জানাল ভারতীয় দল । এদিনের ম্যাচে শ্রীলঙ্কা মাত্র ৫০ রান করেই তাদের ইনিংস শেষ করে। সেই রান পূরণ করতে ভারতের বেশি সময় লাগেনি। মাত্র ৬.১ ওভারে ভারত তাদের আট নম্বর এশিয়া কাপ নিজেদের নামে করে নেয়। 

এর আগে ট্রফি সেলিব্রেশনের সময় অনেক ক্রিকেটাররাই ট্রফি হাতে তুলেছেন। ২০ বছরের তিলক ভর্মাই এর আগে ট্রফি তোলেনি। ভারতীয় ক্রিকেটে এটা একটা ঐতিহ্য বয়ে এসেছে যে সব থেকে ছোটো ক্রিকেটার বা দলের নতুন ক্রিকেটাররাই আগে ট্রফি তুলবে। তাই এদিন তিলক ভর্মাই সবার আগে ট্রফি তোলে। শুধু তিনিই নয়, ট্রফি তুলতে দেখা যায় অন্য আরেকজনকে। তিনি কোনও ক্রিকেটার নন, কোচও নন। তিনি হলেন দলের ফিজিও। 

ক্রিকেটার না হলেও তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর নাম রঘু রাঘবেন্দ্র, ‘থ্রো-ডাউন বিশেষজ্ঞ’। তার কাজ ভারতীয় ব্যাটারদের নেটে বেশ কিছু অনুশীলন করানো। তিনিই একমাত্র নন কারণ ভারত আরও দু’জন থ্রোডাউন বিশেষজ্ঞ নিয়োগ করেছে বলে জানা গিয়েছে।

আগেই কোহলি এই থ্রো ডাউন বিশেষজ্ঞের সম্পর্কে বলছিলেন, ‘‘ওঁদের কৃতিত্ব অনেক বেশি। আমাদের নিয়মিত অনুশীলন করানো সবটাই ওঁরা দেখতেন। ওঁদের অবদান অবিশ্বাস্য। আপনাদেরও ওঁদের নাম এবং ওঁদেরকে চেনা উচিত। আমাদের সাফল্যের পিছনে ওঁদের অবদান অনেকটা।’’

রাঘবেন্দ্র ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে বিসিসিআইতে যোগ দিয়েছেন। তিনি হলেন ভারতের প্রথম ফাস্ট থ্রো-ডাউন বিশেষজ্ঞ। তিনি সচিন তেন্ডুলকর এবং এমএস ধোনিকেও ত্রো-ডাউন দিয়েছিলেন।

রবিবার শ্রীলঙ্কাকে ৫০ রানে আউট করার পর, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর ফাস্ট বোলারদের পারফরম্যান্সে খুবই খুশি। পেসার মহম্মদ সিরাজ মাত্র ২১ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন। যা শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে জিততে সাহায্য করেছেল। 

ম্যাচের পর রোহিত বলেন, ” ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্স  দেখে তখন আমি খুব আনন্দ পেয়েছি। সব অধিনায়কই ফাস্ট বোলিংয়ে অনেক গর্ব করেন এবং আমিও তাঁদের থেকে আলাদা নই। আমরা ফাস্ট বোলারদের একটি দুর্দান্ত সেট পেয়েছি।” 

“প্রত্যেক বোলারদেরই নিজস্ব বোলিং ধরন আছে  কেউ দ্রুত বল করতে পারে, কেউ বল সুইং করতে পারে, কেউ ভাল বাউন্স পেতে পারে। যখন এই সবকিছু একটি দলে পাওয়া যায়, তখন তা দলের জন্য সত্যিই ভাল।’’

রোহিত জানিয়েছেন সিরাজ উইকেট নিতে এতটাই মগ্ন ছিল যে ট্রেনার পেস বোলিং থামাতে বলতে বাধ্য হন ট্রেনার।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments