Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটগম্ভীরের নিয়োগ নিয়ে বিরাটের সঙ্গে কথা বলেনি বোর্ড, লুপে ছিলেন অন্য ক্রিকেটার

গম্ভীরের নিয়োগ নিয়ে বিরাটের সঙ্গে কথা বলেনি বোর্ড, লুপে ছিলেন অন্য ক্রিকেটার

অলস্পোর্ট ডেস্ক: অনেক জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের। রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে গম্ভীরের হাতেই ব্যটন ভারতীয় দলের। কিন্তু দলের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে যে গম্ভীরের সম্পর্ক বেশ খারাপ তা আর কারও জানতে বাকি নেই। কারণ ২০২৩ আইপিএল মরসুমে সর্বসমক্ষেই একাধিকবার বচসায় জড়িয়েছিলেন কোহলি ও গম্ভীর। যদিও সদ্য শেষ হওয়া মরসুমে এই দুই ক্রিকেটার জনসমক্ষে ভাল সম্পর্কের নজির রাখার চেষ্টা করেছেন। তবে যা খবর তাতে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ করার আগে বিরাটের সঙ্গে কোনও আলোচনাই নাকি করেনি বোর্ড।

গম্ভীর ছাড়াও ভারতীয় দলের কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছিলেন ডব্লুভি রমন। তবে অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েককে নিয়ে তৈরি বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্ব সম্মতিক্রমে গম্ভীরকেই কোচ করার পক্ষে শীলমোহর দিয়েছে। বোর্ডও প্রথম থেকে তেমনটাই চাইছিল। যার ফলে গম্ভীরের ভারতীয় দলের কোচ হওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।

তবে সিনিয়র প্লেয়ার হিসেবেও কোহলির মতামত নেয়নি বোর্ড। ইতিমধ্যেই টি২০ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। যদিও ওডিআই ও টেস্ট ক্রিকেট আপাতত চালিয়ে যাবেন দু’জনেই। সেখান যে রোহিতই অধিনায়কত্ব করবেন তা নিয়েও কোনও সংশয় নেই। দলে থাকবেন কোহলিও। সেই পরিস্থিতিতে বিরাট বা রোহিত নন বরং হার্দিক পাণ্ড্যেকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। শোনা যাচ্ছে, টি২০-তে অধিনায়কত্বের দৌঁড়ে এগিয়ে রয়েছেন হার্দিক। আর সে কারণেই গম্ভীরের নিয়োগে হার্দিকের সঙ্গে নাকি যোগাযোগ রেখেছিল বোর্ড।

যদিও বিরাটের সঙ্গে গম্ভীরের খারাপ সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু রোহিতের সঙ্গে কেমন তা নিয়ে খুব একটা ধারণা নেই কারও। রোহিত ভীষনভাবে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়ই থাকুন তাদের কোচ। যে কারণে ওডিআই বিশ্বকাপের পর দ্রাবিড় সরে যেতে চাইলেও রোহিতের অনুরোধে থেকে যান। তিনি যে গম্ভীরের দলের কোচ হওয়া নিয়ে উচ্ছ্বসিত হবেন না সেটাই স্বাভাবিক। তবে আইপিএল-এর সময় একাধিকবার রোহিতকে দেখা গিয়েছে কেকেআর-এর ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলতে। তাঁদের কথপোকথন ভাইরালও হয়ে গিয়েছিল। এবার গম্ভীরের হাত ধরে ভারতীয় দলের ব্যাটিং কোচ হতে চলেছেন তিনিই। তবে যতক্ষণ না এক সঙ্গে কাজ শুরু হচ্ছে ততক্ষণ সম্পর্কের বোঝাপড়া বোঝা মুশকিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments