অলস্পোর্ট ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই সেই দিন। ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনালে খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ২০ বছর পর সাক্ষাৎ হচ্ছে এই দুই দলের। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। তার পর কেটে গিয়েছে ২০ বছর। মাঝে ২০১১-তে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু সেই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নেওয়া হয়নি। এবার সেই সুবর্ণ সুযোগ ভারতীয় ক্রিকেট দলের কাছে।
কোমর বাঁধছে দুই দলই। ভারত পুরো টুর্নামেন্টে এখনও একটিও ম্যাচ হারেনি। অস্ট্রেলিয়া শুরু করেছিল জোড়া ম্যাচ হেরে। কিন্তু তার পর যে ঘুরে দাঁড়িয়েছে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ভারত সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ডকে হারিয়ে। অন্যদিকে অস্ট্রেলিয়া হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দুই দলকে সেমিফাইনালে রীতিমতো স্ট্রাগল করতে হয়েছে। ভারত আর বিশ্বকাপের মাঝে এখন শুধু দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনালকে মনোরঞ্জনে ভরিয়ে তুলতে রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান।
দেখে নেওয়া যাক কোন কোন সময়ে থাকছে কী কী অনুষ্ঠান—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার