অলস্পোর্ট ডেস্ক: ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ । ইতিমধ্যে বুধবার ভারতে পৌঁছে গিয়েছেন বাবররা। পাকিস্তান দলের ভারত সফরের মধ্যেই আরেকটি বিতর্ক দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-তে পিসিবির সচিব জাকা আশরাফের এক মন্তব্যকে ঘিরেই দেখা দিয়েছে এই বিতর্ক। ক্রিকেটারদের জন্য পিসিবির নতুন চুক্তি সম্পর্কে জাকা যখন মিডিয়াকে বলছিলেন তখনই তাঁকে টুর্নামেন্টের জন্য “দুশমান মুল্ক” (শত্রু দেশ) যাওয়ার বিষয়ে কথা বলতে শোনা গিয়েছিল। তাঁর মন্তব্য ভারতকেই লক্ষ করে করা হয়েছে বলে অভিযোগ।
ভাইরাল হওয়ায় ভিডিওতে আশরফ বলেন, ‘‘ভালবাসা দিয়ে আমরা আমাদের ক্রিকেটারদের এই চুক্তিগুলো দিয়েছিলাম। পাকিস্তানের ইতিহাসে কখনওই ক্রিকেটারদের এত টাকা দেওয়া হয়নি। আমার উদ্দেশ্য ছিল ক্রিকেটারদের মনোবল বাড়ানো কারণ তাঁরা টুর্নামেন্টের জন্য শত্রু দেশে (‘দুশমন মুলক’) যাচ্ছে।”
বুধবার পাকিস্তান ক্রিকেট দল হায়দরাবাদে পৌঁছনোর পর তাঁদের স্বাগত জানিয়েছিল ভারত। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সচীব জাকা আশরাফ ভারতকে “দুশমন মুলক” (শত্রু দেশ) বলে অভিহিত করেছেন।
টুর্নামেন্টের আগে হায়দরাবাদে পাক ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনার মধ্যে জাকা আশরাফের এই মন্তব্য ভারত ও পাকিস্তান উভয় ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকেই জাকার এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন পাকিস্তানি নেটিজেনও জাকার বক্তব্যের সমালোচনা করেছেন।
পাকিস্তান ক্রিকেট দলের এক ভক্ত তেহসিনকাসিম টুইটারে বলেন, ‘‘ভারতকে “দুশমন মুল্ক’’ বলার জন্য পিসিবি চেয়ারম্যানকে ধীক্কার। ভারতের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাওয়া সত্ত্বেও তাঁর এই মন্তব্য। জাকা আশরাফ আমাদের দলের আসল দুশম্যান। যদিও ভারত তাঁর এই কথায় গুরুত্ব দেবে না।’’
শুক্রবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান দল। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ৬ অক্টোবর থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সলমন আলি আঘা, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হ্যারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার