অলস্পোর্ট ডেস্ক: খবরটা আসে হঠাৎ ঝড়ের মতোই। যখন তিনি দলকে বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন তখনই পারিবারিক দুর্ঘটনা। বাবা আর নেই। তড়িঘড়ি দেশে ফেরার বিমান ধরতে হল তাঁকে। পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরে গিয়েছেন, বৃহস্পতিবার পিসিবি ঘোষণা করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা ফতিমাকে দেশে ফিরে যাওয়ার জন্য প্রথম উপলব্ধ বিমানের ব্যবস্থা করছে। “শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় তিনি খেলতে পারবেন না,” একজন কর্মকর্তা জানিয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মুনিবা আলী।
২২ বছর বয়সী এই টুর্নামেন্টে ব্যাট এবং বল উভয়েই পাকিস্তানের দুর্দান্ত পারফর্মার ছিলেন এবং তাঁর অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ হবে, কারণ সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতায় থাকার জন্য তাঁর দলকে অবশ্যই বাকি দু’টি ম্যাচের মধ্যে অন্তত একটি জিততে হবে।
পাকিস্তানের দুই ম্যাচে দুই পয়েন্ট রয়েছে, বর্তমানে গ্রুপ এ-তে অস্ট্রেলিয়া ও ভারতের পরে তৃতীয় স্থানে রয়েছে। সোমবার তাদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এদিকে ফতিমা আদৌ দলের সঙ্গে কবে যোগ দিতে পারবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি বোর্ডের তরফে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার