Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটজাকা আশরফ-এর ভুল মন্তব্য, বোলার আফ্রিদিকে বললেন ব্যাটার

জাকা আশরফ-এর ভুল মন্তব্য, বোলার আফ্রিদিকে বললেন ব্যাটার

অলস্পোর্ট ডেস্ক: বুধবার এশিয়া কাপ ২০২৩-এর সময়সূচী ঘোষণা করা হয়ে গিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ যিনি বিসিসিআই-এরও সচিব তিনি এই সময়সূচী জানিয়েছেন। এ বছর পাকিস্তান আংশিক ভাবে এশিয়া কাপ আয়োজন করছে। মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজককারী দেশ পাকিস্তান বোর্ডের তরফ থেকেও এই সময়সূচী ঘোষণা করা হয়েছে। খেলার দিন ঘোষণা করতে গিয়েই ভুল তথ্য দিয়ে ফেলেন জাকা আশরফ ।

কবে কোন ম্যাচ তা ঘোষণা করার জন্য পিসিবি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন জাকা আশরফ-সহ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। এই মঞ্চে তিনি পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসায় ভড়িয়ে দেন। ওডিআইতে তাদের ক্রিকেটারদের ভাল পারফর্মেন্সের কথা বলতে গিয়েই তিনি ভুল করে ফেলেন। জোরে বোলার শাহিন শাহ আফ্রিদিকে তিনি প্রথম দশ ব্যাটারদের মধ্যে ফেলে দেন।অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, ‘‘ব্যাটিং এবং বোলিং-এ আমাদের ক্রিকেটারদের দক্ষতা অনেক বেশি। দলের অধিনায়ক বাবর আজম সারা বিশ্বে এক নম্বর ব্যাটার। অন্য ব্যাটাররাও কোনও অংশে কম নয়। প্রথম পাঁচ র‍্যাঙ্কিং-এর মধ্যেই তাঁরা রয়েছে। ’’ আশফের এই বক্তব্যের ভিডিওটি পিসিবির ইউটিউব চ্যানেলে থেকে যায়।

তিনি আরও বলেন, ‘‘শাহিন আফ্রিদির নামই যদি নেওয়া হয় র‍্যাঙ্কিং-এর দিক থেকে তিনি প্রথম দশজন ব্যাটারের মধ্যে রয়েছে। পাকিস্তান দলের জন্য আমার শুভ কামনা রইল। এভাবেই তাঁরা যেন আগামী দিনে খেলে যায়।’’

পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং—এর এক নম্বরে রয়েছেন। র‍্যাঙ্কিং তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফখর জামান এবং চতুর্থে রয়েছে এমাম উল হক। বাঁ-হাতি পেসার আফ্রিদি এখন ওডিআই-এর নয় নম্বর বোলার। কিন্তু তিনি কোনও দিক থেকেই প্রথম দশ ব্যাটারের তালিকায় নেই।

এ বছর এশিয়া কাপ হাইব্রিড মডেলে খেলা হবে। গত বছর ভারতের তরফ থেকে শাহ জানিয়ে দিয়েছিলেন কোনওভাবেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না। ৩০অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে। মুলতানের মাটিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভারত পাকিস্তান খেলতে নামবে ২ সেপ্টেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে নামার একদিন পরই একই মাঠে ভারত নামবে নেপালের বিরুদ্ধে।

এশিয়া কাপ ২০২৩-এ পাকিস্তান তিনটি গ্রুপ স্টেজের ম্যাচ এবং একটি সুপার ফোর স্টেজের ম্যাচের আয়োজন করেছে। টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ফাইনাল ম্যাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments