অলস্পোর্ট ডেস্ক: চার বছরের দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের অক্টোবর মাসে শুরু হচ্ছে এক দিনের বিশ্বকাপ ২০২৩ । সেই ২০১১ সালে শেষ ভারতের মাটিতে বিশ্বকাপ হয়েছে। ১২ বছর পর ২০২৩-এ ভারতে হতে চলেছে বিশকাপ। ক্রিকেট মানেই ভারত পাকিস্তানের রুদ্ধশ্বাস ম্যাচ। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু খেলা শুরু হওয়ার তিন মাস আগে থেকেই বেঁকে বসেছে পাকিস্তান। এরই মধ্যে মাঠ সংক্রান্ত নানা অভিযোগ উঠে এসেছে তাদের তরফে।
ভারতের কিছু কিছু বিশেষ মাঠ নিয়ে সমস্যার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একদিনের বিশ্বকাপের কয়েকটি ম্যচের মাঠ নিয়ে সন্তষ্ট নয় পাকিস্তান দল। বিশেষত আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার দু’টি ম্যচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি। অক্টোবর ও নভেম্বরের মধ্যেই ভারতে আসার পরিকল্পনা করে ফেলেছে পাকিস্তান।
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ম্যাচ চেন্নাইতে এবং অস্ট্রেলিয়ার ম্যাচ রাখা হয়েছে বেঙ্গালুরুতে। তাই নিয়েই ক্ষোভ জানিয়েছে পিসিবি। চেন্নাই-এর মাঠ স্পিন বোলিং-এর সেরা মাঠ। তার ওপর এই মরসুমে আইপিএলে আফগানিস্তানের দুই বোলার নূর ও রাশিদ খানের অসাধারণ বোলিং মন জয় করেছে সবার। একেই স্পিন মাঠ তার ওপর দুঁদে দুই স্পিনারের বিপক্ষে খেলতে হবে আফিগানিস্তানকে। এতেই তারা অসন্তুষ্ট হয়েছে বিসিসিআই-এর ওপর।
যা খবর তাতে মাঠ পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছে পিসিবি। বিসিসিআই জানিয়েছে যথাযথ কারণ না থাকলে মাঠের কোনও পরিবর্তন হবে না। দলের দুর্বলতার কারণে মাঠের পরিবর্তন সহজে করা যায় না তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।
পাকিস্তানের সঙ্গে ভারত মুখোমখি হতে চলেছে ১৫ অক্টোবর। বহু প্রতিক্ষিত ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের অপেক্ষায় বসে গোটা দুনিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার