অলস্পোর্ট ডেস্ক: মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করলেও, পাকিস্তান ক্রিকেট দল ইনিংস ও ৪৭ রানে হেরে গিয়েছে। প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে, ইংল্যান্ড ইনিংস ঘোষণার আগে ৮২৩/৭ এর বিশাল লিখে দেয়। জবাবে, পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রান করতে পারে। এক কথায় ‘রেকর্ড-ব্রেকিং’ ফ্যাশনে টেস্ট হেরেছে পাকিস্তান। হেরেও ইতিহাসে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫০০ রান করার পর খেলার ইতিহাসে প্রথম দল হিসেবে ইনিংসে টেস্ট হেরেছে পাকিস্তান।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে, কোনও দলই এভাবে হারেনি। এর কৃতিত্ব জো রুটের ডাবল সেঞ্চুরি এবং হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি।
আব্দুল্লাহ শফিক, অধিনায়ক শান মাসুদ এবং আগা সালমানের সেঞ্চুরির কারণে পাকিস্তান প্রথম ইনিংসে ৫০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। এমনকি সৌদ শাকিলও ৮৪ রানের ইনিংস খেলেন। কিন্তু, ইংল্যান্ডের ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানের বোলিং ইউনিট সেই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়।
দ্বিতীয় ইনিংসে, পাকিস্তানের ব্যাটিং ইউনিট ইংল্যান্ডের বোলিং আক্রমণকে প্রতিরোধ করতে পারেনি, আগা সালমানের ৬৩ রান ছিল সর্বোচ্চ স্কোর। আমির জামাল ৫৫ রানে অপরাজিত থাকেন। আবরার আহমেদ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি কারণ ম্যাচ শেষ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হতাশ পারফরম্যান্সের পিছনে অনেক কারণ রয়েছে, তর্কাতীতভাবে সব থেকে বড় কারণ যদি তাদের দল হিসাবে ক্লিক করতে না পারা হয় তাহলে বাবর আজম, শাহীন আফ্রিদি, নাসিম শাহর মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে অধিনায়ক শান মাসুদের গেমপ্ল্যানের অভাব সঙ্গে তাদের অফফর্ম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার