অলস্পোর্ট ডেস্কঃ এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা সম্ভবত কাটল। শেষ পর্যন্ত মিলল সমাধান সূত্র। পাকিস্তান থেকে যাতে টুর্নামেন্ট পুরোপুরি সরিয়ে নেওয়া না হয়, সেই ব্যবস্থাই করা হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ এশিয়া কাপের চারটি ম্যাচের আয়োজন করবে পিসিবি।
সংবাদসংস্থা পিটিআই-এর দাবি অনুযায়ী, ২০২৩ সালে এশিয়া কাপের চারটি ম্যাচ পিসিবি আয়োজন করবে। এবং বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। সেই ৯টি ম্যাচের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচও রয়েছে।
নাজাম শেঠি ভারতের দাবি মেনেই বরাবর বলে আসছিলেন, ‘আমরা যে প্রস্তাবনা জমা দিয়েছি, তাতে সব সমস্যার সমাধান আছে। আমরা পাকিস্তানে চারটি ম্যাচ খেলতে চাই। দলগুলো সরাসরি এখানে আসবে। এখানে ম্যাচ শেষ হলে সবাই আবার নিরপেক্ষ ভেন্যুর দিকে যাত্রা করবে। আমরা এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটাতে অনেক ছাড় দিয়েছি। আমি এমন কী এটাই মেনে নিয়েছি যে, যদি আমরা ফাইনালে পৌঁছই, তবুও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে সমস্যা নেই।’
অবশেষে পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, পিসিবি-র দাবিই মেনে নেওয়া হয়েছে। এমনিতে ২০২৩ সালে পুরো এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানেই। কিন্তু দুই দেশের রাজনৈতিক জটিলতার কারণে পাকিস্তান এশিয়া কাপ খেলতে যেতে একেবারেই রাজি হয়নি ভারত। বিসিসিআই সচিব জয় শাহ বলে দিয়েছিলেন, ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা সম্ভবই নয়। তখন থেকেই এই টুর্নামেন্ট ঘিরে শুরু হয় চাপানউতোর।
পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিকল্প প্রস্তাব দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। তারা চায়, এশিয়া কাপে ভারতের ম্য়াচগুলি আয়োজিত হোক নিরপেক্ষ দেশে। তবে বাকি সব দেশ এশিয়া কাপের ম্যাচ খেলুক পাকিস্তানের মাটিতে। যদিও বিসিসিআই সেই প্রস্তাবও মেনে নিতে রাজি হয়নি। তারা চায় গোটা টুর্নামেন্ট আয়োজিত হোক অন্য কোনও দেশে। সেই ক্ষেত্রে আমিরশাহির গরমের জন্য শ্রীলঙ্কাকেই ভারত এগিয়ে রাখে। লঙ্কা ক্রিকেট বোর্ডও রাজি হয়। এ দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছুতেই পুরো টুর্নামেন্ট বাইরে হতে দিতে রাজি ছিল না।
শেষ পর্যন্ত অবশ্য তারা সুর অনেকটাই নরম করে। তাদের দাবি ছিল, অন্তত চারটি ম্যাচ যেন পাকিস্তানে আয়োজন করা হয়। বাকিগুলো অন্য জায়গায়। অবশেষে পাকিস্তানের দাবিই মানা হচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার