অলস্পোর্ট ডেস্ক: ২০২৩ বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান। কিন্তু তার আগে দলের নিরাপত্তা খতিয়ে দেখতে চায় পিসিবি ও সে দেশের সরকার। যে কারণে দল ভারতে আসার আগে ভেন্যু পরিদর্শনে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল। ১৫ অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তাঁর আগে পাকিস্তান যে যে ভেন্যুতে খেলবে সেই সব স্টেডিয়াম থেকে সেখানকার হোটেল-সহ বাকি সব ঘুরে দেখবে তাদের প্রতিনিধি দল।
এবার বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে হবে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা এবং আহমেদাবাদে। এই সবকটি ভেন্যু পরিদর্শন করে দেখবে পাকিস্তানের প্রতিনিধি দল। যদিও পাকিস্তান দলের হায়দরাবাদের ভেন্যু নিয়ে সংশয় ছিল। কিন্তু তা পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী দেশে আয়োজিত ২০২৩ বিশ্বকাপের সব ভেন্যু তাঁদের প্রতিনিধি দল ঘুরে দেখবে। তারপর তাঁরা দলকে খেলার ছাড়পত্র দেবে। সে কারণে ক্রীড়ামন্ত্রকের প্রতিনিধি দল ২০২৩ বিশ্বকাপ ভেন্যু পরিদর্শনে ভারতে আসছে।
যা খবর, ঈদ-এর ছুটির পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হবে। এরপর জানা যাবে কবে পাকিস্তানের প্রতিনিধি দল ভারতে আসবে। তার পরই পাকিস্তান দল ভারতে খেলার ছাড়পত্র পাবে। এছাড়া তাঁরা খতিয়ে দেখবে দলের নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থা।
পাকিস্তান ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিক বলেন, ”যে কোনও ভারত সফরের আগে সরকারের নির্দেশে আমাদের ক্রিকেট বোর্ড থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয় পরিদর্শনে। তাঁরা গিয়ে ওখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাকিস্তানের খেলোয়াড়, মিডিয়া এবং যে সমস্ত ভক্তরা ভারতে খেলা দেখতে আসবে তাঁদের নিরাপত্তাও খতিয়ে দেখে।“
তিনি জানান, ভেন্যু দেখার পর প্রতিনিধিদের যদি মনে হয় পাকিস্তান দলের খেলার জন্য ভেন্যু পরিবর্তন করা প্রয়োজন তাহলে তাঁরা সেটা রিপোর্টে উল্লেখ করবে। পিসিবি সেই রিপোর্ট জমা দেবে আইসিসি আর বিসিসিআই-এর কাছে।
পিসিবির একটি সূত্রের খবর, শেষবার পাকিস্তান যখন ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে এসেছিল তাঁর আগেও তাঁদের প্রতিনিধি দল এসেছিল ভেন্যু পরিদর্শন করতে। তখন তাঁদের কথা বিবেচনা করে একটি ম্যাচ ধর্মশালা থেকে সরিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। এবারও তেমন সম্ভাবনা তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের বিশ্বকাপে খেলা তখনই নিশ্চিত হবে যখন তাঁদের সরকার দলের খেলার ছাড়পত্র দেবে পিসিবিকে।
যেকোনও খেলার ক্ষেত্রেই ভারত সফরের আগে পাকিস্তানের প্রতিনিধি দল আসে পরিদর্শনে। অগস্ট মাসে হকির এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হবে চেন্নাইতে। পাকিস্তানের হকি ফেডারেশন এখনও অপেক্ষায় রয়েছে সরকারের ছাড়পত্রের। কিছুদিন আগে বেঙ্গালুরুতে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপ খেলার ছাড়পত্র পাকিস্তান ফুটবল দল শেষ মুহূর্তে পেয়েছিল।
প্রসঙ্গত, ২০২৩ ওডিআই বিশ্বকাপ চলবে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। এবারের বিশ্বকাপ ভারতের ১০টি শহরে ভাগ করে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার